কবিতার শরীর শহীদের রক্তের দাগ
লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ০৮ ফেব্রুয়ারি, ২০১৪, ০২:০৭:০৮ রাত
বসন্ত এলে রক্ত মেখে কৃষ্ঞচূঁড়া
প্রকৃতির উৎসবে কালের সাক্ষি হয়ে দাঁড়িয়ে থাকে।
ঘাসফুল ভালবেসে ঘাসফড়িংয়ের অনাবিল আনন্দে ঝরে পড়ে আম্রমুকুল আম্রউদ্যানে হাহাকার বাড়ায়।
লাল শাড়ীতে ললনার ছলনা সবুজের
সমারোহে কলংকের জলছাপ আঁকে।
কবিতার শরীর শহীদের রক্তের দাগ বহণ করে
ফেব্রুয়ারী এলে কবিরা কি করে উৎসবে মেতে উঠে?
ফেব্রুয়ারী সে তো শোকাবহ মাসের নাম।
শহীদের রক্তাক্ত লাশের উপর হেঁটে
কবিরা যখন স্বৈরতন্ত্রের কলমে
কবিতার শরীর আঁকে;প্রকৃতি তখন বিরুপ হয়।
স্তম্ভিত রক্তাক্ত কৃষ্ঞচূঁড়া ঝরে পড়ে,
ঝরে পড়ে আম্রউদ্যানে আম্রমুকুল আর সবুজের
সমারোহে নেমে আসে খরা প্রাকৃতিক দূর্যোগ।
০৭/০২/২০১৪
বিষয়: বিবিধ
৯৪৫ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন