সবাইকে খুশি করা যায় না
লিখেছেন লিখেছেন রায়ান মাসরুর ০৮ ফেব্রুয়ারি, ২০১৪, ০৩:১১:৪৫ রাত
আমরা সবসময় চেষ্টা করি যেন আমাদের কাজে সবাই খুশি থাকে। কিন্তু তা কি সম্ভব?
মনে হয় ভুল।
নিজের চলার পথে দেখেছি- যখন সত্য ষ্পষ্ট হয়
তখন অনেক প্রিয় লোক বাঁকা চোখে তাকায়।
তাই বলতেই হয় সবাইকে নিজের কাজে কথায় কখনোই সুখি করা সম্ভব নয়।
দায়িত্ব মানুষকে কখনো কখনো বিপদে ঠেলে দেয়।
ক্লাব, এসোসিয়েশন, সামাজিক দায়িত্ব হয়তো সবার কাছে
মর্যাদার পরিচয় এনে দেয় ঠিক,
কিন্তু কেড়ে নেয় মান মর্যাদা, ব্যক্তিত্ব, সম্মান।
আমরা সবাই কমবেশি অপরের মুখে নিজের স্তুতি শুনতে পছন্দ করি।
তাই দাযিত্বশীল লোকদের পাশে কম ক্ষমতাবান কিছু লোক
থাকে যারা সবসময় মিথ্যে স্তুতি গেয়ে উর্ধ্বতন ব্যক্তিকে ভুল পথে চালিত করে।
আর ভুল পথে হেটে আমরা তখন অনেক নীতি নৈতিকতাহীন কাজে জড়িয়ে পড়ি।
তাই দায়িত্বশীল ব্যক্তির জন্য সবাইকে সুখি করা আরও কঠিন।
অপরকে সুযোগ দেয়া, নিজেরটা পরের করা এমন মানসিকতা অনেকেই পোষন করেন।
এর ফলে ক্লেশ হিংসা দমিত হয়। যা মানুষকে পরিপূর্নতা দিতে সহায়ক।
বিষয়: বিবিধ
১২২৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন