বর্ণমালা মুক্ত স্বাধীন

লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ০২ ফেব্রুয়ারি, ২০১৪, ০৫:১৬:১৯ সকাল

ইতিহাসের চির অম্লান

রক্তমাখা সেই দিন

স্বাধীনতা আর স্বাধীকার

চেতনায় চির অমলিন।

মুখের ভাষা কেড়ে নিতে

হায়েনারা ছিল হন্য

সালাম,রফিক...জীবণ দিল

মাতৃভাষার জন্য।

আজ বর্ণমালা মুক্ত স্বাধীন

শোধবে না তার ঋণ

আত্নত্যাগের ভাষ্কর ইতিহাস

হারাবেনা কোন দিন।

আগুন ঝরে ফাগুন এলে

পলাশ ফুটে রক্ত মাখে

কোলের শিশু প্রভাত ফেরি

পলাশ ফুলের ছবি আঁকে।

বিষয়: বিবিধ

১০৯৩ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

171815
০২ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৮:০৫
সুমাইয়া বিনতে আফসারী লিখেছেন : দারুন বলেছেন!! এক কথায় অতুলনীয়.…
171831
০২ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৮:৫১
egypt12 লিখেছেন : আমার ভাষা আমার বর্ণমালা আমার অহংকারের প্রতীক
172241
০৩ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৪:০২
ভিশু লিখেছেন : খুব ভালো লাগ্লো...Happy Good Luck
172258
০৩ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৬:১৫
শিকারিমন লিখেছেন : good good!!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File