"মরণ ফাঁদ"

লিখেছেন লিখেছেন শেখের পোলা ০২ ফেব্রুয়ারি, ২০১৪, ০৬:১২:৩৪ সকাল



আর কতকাল রইবি ঘুমে

জাগরে এবার জাগ দেখি৷

কান ধরে তোর মারছে লাথি,

হাঁ করে তুই দেখিস কি?

চোখে তোমার চল্লিশা আর

তাকিয়ে থাক দূরবীনে,

থাকতে সময় লাগাও ওষুধ

নয়ত চশমা নাও কিনে৷

মসজিদে তোর পড়বে তালা,

মোয়াজ্জিনেও ডাকবে না,

পৈতা ধূতী, তূলসী টিকি

তোমার পিছু ছাড়বে না৷

মঙ্গল দীপ জ্বালতে হবে,

সন্ধ্যা কালে শঙ্খনাদ৷

সময় থাকতে দাঁড়াও ঘুরে,

সামনে পাতা মরণ ফাঁদ৷৷

বিষয়: বিবিধ

১১৫১ বার পঠিত, ১১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

171821
০২ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৮:১৫
আহমদ মুসা লিখেছেন : দারুণ সুন্দর কবিতা। জাতিকে জাগানোর মত এমন কবিতা ও রচনা বেশী বেশী উপহার দেয়া দরকার। সম্মানিত লেখককে অনেক অনেক মোবারকবাদ ও খায়রে মখদম করছি।
০২ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৯:৪২
125580
শেখের পোলা লিখেছেন : মুসভাই, ধন্যবাদ রইল৷ চেষ্টা করব ইনশাআল্লাহ৷
171830
০২ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৮:৫০
egypt12 লিখেছেন : কে শোনে কার কথা...পলাশী পূর্ব মরন ঘুমে ঘুমিয়ে আছি আমরা
০২ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৯:৫০
125581
শেখের পোলা লিখেছেন : জাগরে এবার জাগরে তোরা,
জাগরে এবার মুসলমান৷
ইমানে তোর জং ধরেছে,
বাল ধারাতে দেরে শাণ৷
০২ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:৩৪
125606
egypt12 লিখেছেন : উত্তম কথাHappy>-
171879
০২ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:৫৩
আব্দুল গাফফার লিখেছেন : বাহ ! খুব ভাল লাগলো , অনেক ধন্যবাদ
০২ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৪০
125820
শেখের পোলা লিখেছেন : ধন্যবাদ আবার আসবেন৷
171962
০২ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:০৩
প্যারিস থেকে আমি লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
০২ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৪১
125821
শেখের পোলা লিখেছেন : ভাল লাগায় উৎসাহ পেলাম৷ আবার আসবেন৷
172002
০২ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:৫৮
ফাতিমা মারিয়াম লিখেছেন : একেবারে জাতকবি। Thumbs Up

চমৎকার ছন্দে লিখা এই ছড়াটি পড়ে মনে হলো নজরুলের কবিতা পড়ছি। ধন্যবাদ Happy Rose Rose Rose
০২ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৪৩
125822
শেখের পোলা লিখেছেন : লজ্জ্বা দিলেন আপা৷ আপনাদের লেখা পড়েই যা শিখেছি, তার বেশী না৷ ধন্যবাদ৷

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File