মুছে দাও নিঃসঙ্গতা

লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ০৬ অক্টোবর, ২০১৩, ০৪:২৭:৩৪ রাত

আর কত থাকবে দূরে বহুদূরে সীমানার ওপ্রান্তে

তুমি ছাড়া ভেসে আছি শূণ্যতার মাঝে শূণ্য হয়ে

তুমি ছাড়া পূর্ণিমা রাত মনে হয় অমাবশ্যা রাত

চাঁদ, নক্ষত্ররা হারিয়ে ফালে তাদের জ্যোতি ।

তুমি ছাড়া বাগানের সবগুলো গোলাপের জন্ম

মনে হয় ব্যর্থ,হাস্নাহেনা হারিয়ে ফেলে তার গন্ধ

তুমি ছাড়া বেঁচে আছি নিঃসঙ্গতায় নিঃস্ব হয়ে,

মাঝে মাঝে মনে হয় জীবনের অবশিষ্টাংশের

কি-বা প্রয়োজন। তবুও চাতকের ন্যায় জীবনের অবশিষ্টাংশ কাটে তোমার জন্য শুধুই তোমার জন্য।

তুমি এসো শাড়ীর ঢেউ তুলে স্বীকৃত সত্যের

আলিঙ্গনে, মিশে যাও হ্রদস্পন্দনে,সৃষ্টির জন্যে,

অস্তিত্বের অবশিষ্টার জন্যে আর মুছে দাও

নিঃসঙ্গতার সব নিঃস্বতা।

বিষয়: বিবিধ

১৩২২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File