আমি বাড়ি যাবো
লিখেছেন লিখেছেন কাঁচের বালি ০৬ অক্টোবর, ২০১৩, ০৩:৫৮:১৩ রাত
আমি বাড়ি যাবো
আমি বাড়ি যেতে চাই
মা তুমি আর কেঁদোনা আমার জন্য
আমি চলে আসবো
আর আমার এখানে থাকা হবে না
থাকতে চাই না
মা .।
আজকে আপনাকে অনেক বেশি মনে পড়ছে
মনে হচ্ছে উড়ে চলে যায়
আপনার কাছে ।
আমি ভালো আছি মা
আমি আসবো আপনার কাছে
আমি যেতে চাই......
জানেন .।.।।
আজকে আমার জীবনের একটা সেরা দিন
অনেক কিছু পেয়েছি
অনেক কিছু সয়েছি
তবুও আমি কিছু বলিনি
চুপ করে শুনেছি
দেখেছি
কিন্তু চোখ ! চোখ তো বাঁধ মানে না
চোখটা বড় যন্ত্রণা করে //
বন্দী জীবন টা আর ভালো লাগে না
আমি বাড়ি যাবো
আমি বাড়ি যাবো
আমি বাড়ি যেতে চাই .।.।
মা আপনাকে আজকে অনেক বেশি মনে পড়ছে
আমি আপনার কোলে
একটু ঘুমাতে চাই
জীবনের শেষ ঘুমটা ঘুমাতে চাই ।
বিষয়: বিবিধ
২৪৮৩ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন