অর্ন্তযামী ভাবনা
লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ২৮ সেপ্টেম্বর, ২০১৩, ০৩:৫২:২৩ রাত
কীটপতঙ্গের আক্রমনে একটি মেয়ের
উদরপূর্তি সব্যসাচী অভিনয়ের ব্যস্ততা,
নেকড়ের সাথে সখ্যতা গড়ে
জেগে থাকে নেকড়ের গুহায়,
অন্ধকার বরণ করে নেয় প্রত্যাশিত প্রাপ্তিতে।
চারিদিকে নেকড়ে আর কীটপতঙ্গের
অন্ধকারে বিচ্ছুরিত আলোর ঝলকানীতে
হঠাৎ অর্ন্তবাসে মগ্ন হয়,
অর্ন্তযামী ভাবনায় অজানা শিহরণ
ঝড় তুলে বুকে,উম্মুক্ত উদ্দামতার
অন্তরালে খুঁজে পায় সৌন্দর্যের হাতছানি ।
প্রজাপতি মন ছুঁয়ে যায় ফিরে দেখা পথে হেঁটে
এমন সময় লজ্জার তীব্রতায় কিংকর্তব্যবিমূঢ় ।
তারপর অর্ন্তযামী ভাবনার চিরন্তন সৌন্দর্যের
অর্ন্তবাসে খুঁজে পায় চিরন্তণ গন্তব্য।
বিষয়: বিবিধ
১০৪৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন