ঝাপসা আলো...,
লিখেছেন লিখেছেন নতুন মস ২৮ সেপ্টেম্বর, ২০১৩, ০৬:০৫:০৪ সকাল
						 
						 খুব ঝাপসা আলো
ক্ষণিকের জীবন 
ভয়ানক কালো
ফজরে শেষ প্রভর
ঘুমে বিভর
বেলা যে পড়ে এল
কেউ গুছিয়ে নেয় 
অনেক পুঁজি
শূন্য থলের দিকে তাকিয়ে করি হাহাকার
পথ যে থমকে দাড়াবে সময়হীনা ঘড়ির কাটা থেমে গেলে
তুমি গেছ আমিও যাব পাশাপাশি ঘুমিয়ে রব
উদার চেয়ে রই পথের পাণে
কত পুঁজি কত করে 
শেষের পাতায় এসে
সব ফাঁকা
জীবনে চলার পথের 
প্রতি বাধে  
শিখে ফেলছি রহস্যের জাল বোনতে
ধীরে ধীরে কমে আসবে জটিলতা
আলোর প্রচন্ড বেশ আফসা আলোয় ডুকে পরে
ঝকমক আলোতে জীবন গড়ে।						 
						 
						 
						 
						 
						 
						 
						 
বিষয়: বিবিধ
১২২৪ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন