এ কোন জীবন তাড়া করে

লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ১৫ সেপ্টেম্বর, ২০১৩, ০১:৩৫:১৯ রাত

প্রাণপণ বেঁচে থাকার চেষ্টায়ও সুখ আছে

সদ্য ভূমিষ্ট শিশুর অস্তিত্বে মায়ের সুখ।

নদীর মতো বহমান জীবণ,

যদিও মানুষ হারিয়ে যায় অদৃশ্যলোকে,

জীঁবণ সংলাপের যবনিকাতে মানুষ

আবারো জীবণ পায় সংগোপনে।

জীবণের কাছে প্রাপ্তির প্রত্যাশা নয়,

জীবণের প্রাপ্তিই যদি হই আমি

তবেই পূরণ হবে প্রত্যাশা ।

সীমাহীন জানার রাজ্যে পদযুগলের সংকুচিত

প্রাক পদক্ষেপ নিয়ে যায় প্রাপ্তির আলিঙ্গনে।

তখনো জীবণ থাকে বহমান

তাহলে এ কোন জীবন তাড়া করে আমাকে?

বিষয়: বিবিধ

১০৬৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File