Day Dreaming Day Dreaming সবাই যদি ভালো হয়ে যায়, তবে খারাপ হবে কে!!!??? Thinking? Thinking?

লিখেছেন লিখেছেন তৌহিদুল ইসলাম তানিন ১৫ সেপ্টেম্বর, ২০১৩, ০১:৩৬:১২ রাত



আমাদের চারপাশে কিছু হীন মন-মানসিকতার মানুষের ও প্রয়োজন আছে, যারা আমাদেরকে ভালো ও মন্দের পার্থক্য করতে সর্বাবস্থায় সহায়তা করবে, আমাদের জীবনের নানা বাঁক ও গতিপথকে আরো সুচারুরুপে চিহ্নিত করতে এবং সেখান থেকে যথাযথ শিক্ষা নিতে মহান শিক্ষকের ভূমিকা নিয়ে আবির্ভুত হবে, বারবার।

এমনকি, যারা রঙবেরঙয়ের মুখোশ পরে নিপুনভাবে আমাদের চতুর্দিকে ঘুরে বেড়ায় আমাদের অস্থিত্ব, প্রেম, ভালোবাসা, হৃদ্যতা, আনন্দ, অনুভূতি এবং সুখকে ঘিরে এদের গুরুত্ব অনস্বীকার্য। একদিন, এই সকল ব্যাক্তি বা ব্যাক্তিবর্গের কর্মসূচিই আমার আমিকে চিনতে, পরবর্তী কর্মপন্থা নির্ধারন করতে এবং সতর্ক থাকতে নির্দেশ করবে।

সুতরাং, এমন মানুষদেরকে জানাইঃ

হে! হীন মনের মানুষ! হে বর্নচোরা!

স্বাগতম! সুস্বাগতম তোমাকে, আমারই ছোট্ট ভুবনে!!!

বিষয়: বিবিধ

১১৭২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File