একটি অপরিকল্পিত জীবনের অগোছালো কাহীনী। (মিজানুর রহমান) পর্ব -০১

লিখেছেন লিখেছেন কিং মেকার ১৫ সেপ্টেম্বর, ২০১৩, ০৩:০৪:২৮ রাত



প্রবাস জীবন আমাকে নিয়ে গেছে আমার জীবনের লক্ষের চেয়েও বেশী।আমি যখন লন্ডন আসার জন্য প্রয়োজনীয় কাগজপএ রেডি করি,তখনও আমি জানিনা প্রবাস জীবন এত কষ্টের।জানলে হয়ত আসতামনা !তবে প্রবাস জীবন বেছে নেয়ার ক্ষেএে আমার চেষ্টা ছিল অনেক বেশী।আমার পুরো পরিবার ছিল আমার বিপক্ষে,আমি ছিলাম একা !তবে পরে আমার সাপোটার হিসাবে বড় ভাইকে সাথে পেলাম।আমি মহানগরী উওরের সাংবাদিক ফোরামের সেএেটারী ছিলাম।সেই সুবাদে ব্যাতিএম পএিকার জন্য বিজ্ঞাপন আনার জন্য বেষ্ট ওয়ের মামুন ভাইর নিকট যাওয়া-আসা ছিল।একদিন দেখলাম উনার অফিসে অনেক ছাএ,মামুন ভাইকে বললাম এরা কোথায় যেতে চায় ?উনি বল্লেন ইউকে ।আমি বল্লাম এত সহজ নাকি ?মামুন ভাই বললেন যাবেন নাকি ?আমি বললাম যাব !যা বলা তাই।আমার সব কাগজপএ উনার অফিসে দিয়ে গেলাম।এক সপ্তাহ পর উনি ফোন করে বললেন আপনার অফার লেটার এসেছে !এই খবরে অনেক খুশি হলাম ! এরপর আনুষ্ঠানিক ভাবে পরিবারের সবাইকে জানালাম।খবর শুনে সবার মাঝে অশান্তি শুরু হয়ে গেল !কারন আমাদের পরিবারের কেউ বিদেশ থাকে না,এবং বিদেশ কে পছন্দ করেনা ! আমার একগুয়েমির কারনে সবাই রাজি হতে বাধ্য হলো।যাই হোক সময়মত ভিসা পেয়ে গেলাম।যেদিন ইউকের ভিসা পেলাম ,সেদিন আমাদের মহানগরীর সদস্য শিক্ষা শিবির ছিল,শিক্ষা শিবিরের পরিচালক থেকে ছুটি নিয়ে ইউকে এম্বেসীতে ভিসা তুলতে গেলাম, ভিস পেয়ে সোজা চলে এলাম শিক্ষা শিবিরে।এরই মাঝে এজেন্সি থেকে ফোন আসল দুই দিন পর আমার ফ্লাইট।এ খবর শুনে মনটা খারাপ হয়ে গেল ! চলবে.......

বিষয়: বিবিধ

১৭৪৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File