এত নাটক দেখব কখন ???
লিখেছেন লিখেছেন কিং মেকার ২৪ ফেব্রুয়ারি, ২০১৪, ০৩:৫৫:২৫ রাত
অবৈধ ক্ষমতা কে স্হায়ী করার জন্য আওয়ামী সরকার একের পর এক নাটক করেই যাচ্ছে।কিছুদিন আগে আমেরিকা সহ দাতা দেশগুলোর মন পাওয়ার জন্য প্রধানমন্ত্রীর সুযোগ্য সন্তান তথ্যবাবা খ্যাত জয় আমেরিকা থেকে আল-কায়েদার নামে একটি এডিট করা ভুয়া অডিও টেপ আওয়ামি বাকশালি চেতনায় উজ্জিবীত মিডিয়ার মাধ্যমে প্রচার করে।তারা মনে করেছিল বাংলাদেশের মানুষদরকে বোকা বানিয়ে ফায়দা হাসিল করতে পারবে।কিন্তু বাংলাদেশের মানুষ এখন অনেক সচেতন এবং আওয়ামিলীগের ভন্ডামি বুজতে অনেক দক্ষ ।এটা আওয়ামিলীগ বুজতে পারে নাই।ফলে উল্টো আওয়ামিলীগের লেজে গোবরে অবস্হা।ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্হা।এ ভুয়া আল-কায়েদার অডিও বাতা কে সত্য প্রমান করার জন্য ঘটানো হলো জঙ্গী পলায়ন নাটক.মঞ্চস্হ করানো হলো এক পুলিশের করুন মৃত্যুর মাধ্যমে।এ যাএায় মনে হয় আওয়ামিলীগ সফল !কারণ জাতিসংঘ নিরাপত্তা পরিষদ বাংলাদেশে আল-কায়েদার কাযক্রম আছে বলে জানালো ! বাংলাদেশের মিডিয়া গুলো হঠাৎ করে বড় ধরনের জংঙ্গী হামলার সম্ভাভনা দেখছে !যা এতদিন দেখে নাই!আওয়ামলীগের নোংরা রাজনিতীর শিকার দেশের সাধারণ নাগরিকরা।আর এর ফায়দা লুটে আওয়ামিলীগ।দেশে যদি এমন কোন ঘটনা ঘটেও কোন সময় ,তাহলে এর জন্য দায়ী থাকবে বাংলাদেশের মিডিয়া এবং সরকার।
বিষয়: বিবিধ
১৮৩০ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এখানে টুইন টাওয়ারের অর্ধেক উচ্চতারও বিল্ডিং পেতে উনাদের আরও ২০-২৫ বছর অপেক্ষা করতে হবে ।
মন্তব্য করতে লগইন করুন