স্যার খোদার কছম ছাত্রলীগ করি।

লিখেছেন লিখেছেন কিং মেকার ২৫ নভেম্বর, ২০১৩, ০১:৫১:০১ রাত





ঢাকায় বসবাসরত সব ব্যাচেলরদেরকে আগামী ৭ দিনের মধ্যে ঢাকা ছাডতে নির্দেশ. দিয়েছে পুলিশ]পুলিশ - ঐ শালা ব্যাচেলর! ব্যাচেলর- স্যার আমি বিবাহিত। পুলিশ - তাইলে তোর বউ কই? ব্যাচেলর- স্যার বউ পাশের বাসার এক বড়ভাইর সাথে ভাগছে। পুলিশ- ইন্নানিল্লাহ। ব্যাচেলর- স্যার আমার বউ আরেক লোকের লগে ভাগছে ! লজ্জায় আমার ঘুম হারাম। পুলিশ - কেমনে বিশ্বাস করমু তুই বিবাহিত? তোর পোলা-মাইয়া নাই? ব্যাচেলর- স্যার আমার বউ দুই মাসের অন্তঃসত্তা ছিলো। পুলিশ- তোর কাবিন নামা দেখা। ব্যাচেলর- স্যার পালাইয়া বিয়া করছি, কাবিন নামা এখনো কাজী অফিসে। কাবিন নামা উঠাইতে আরো পাঁচ হাজার টাকা লাগবো। তাই ভয়ে উঠাই নাই। পুলিশ- তাইলে এখন এই মেসে কি করছ? ব্যাচেলর - স্যার কাজের বুয়া খুঁজতে আসছি। আমার বউ তো ভাগছে। তাই কাজের বুয়া খুঁজতে বের হইছি। পুলিশ- তোর মুখে দাড়ি ক্যান? ব্যাচেলর- স্যার বউয়ের টেনশনে কাটতে ভুলে গেছি। পুলিশ- তুই শিবির করছ? ব্যাচেলর- স্যার খোদার কছম ছাত্রলীগ করি। পুলিশ- আমার লগে থানায় যাইবি নাকি ঝামেলা এখানেই শেষ করবি? ব্যাচেলর- স্যার বিশ্বাস করেন আমি বিবাহিত। পুলিশ- তাইলে আমারে খুশি কর। ব্যাচেলর- স্যার আমার বউ টাকা লইয়া ভাগছে। আমার কাছে কোন টাকা নাই। পুলিশ- আমার লগে এরশাদি চলবো না… ব্যাচেলর- স্যার কিছু টুজ বিস্কুট আছে, চলবো..?

বিষয়: বিবিধ

২৫৭২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File