রাজনৈতিক বেহায়পনা থেকে মুক্তির জন্য দিশেহারা গোটা জাতি। (মিজানুর রহমান)।
লিখেছেন লিখেছেন কিং মেকার ১৭ নভেম্বর, ২০১৩, ০৬:০৮:৪৮ সন্ধ্যা
রাজনীতিতে শেষ বলে নাকি কিছু নাই !কিন্তু এই প্রচলিত কথার সাথে আমি একমত হতে পারি না।কারন সব কিছুরই শেষ আছে।যার শুরু আছে তার শেষও আছে।আল্লাহ নিজেই বলেছেন তিনি বান্দাকে তার ইচ্ছামত কাজ করার পূন সুযোগ দিয়ে দিয়েছেন।যখন বান্দা সীমানা অতক্রম করার চেষ্টা করে ,তখনই আল্লাহ তাকে পাকড়াও করেন।বাকি হিসাব -নিকাশ হবে পরে।আজকে তারেক জিয়ার রায় নিয়ে আওয়ামীলীগ যে নাটক করল তা হচ্ছে শিকারী ধরার জন্য পাতা ফাঁদ।বিএনপি নামক শিকারিটি যদি এই ফাঁদে পা দেয় তাহলে বাংলাদেশ থেকে বিএনপির নামটিও মুছে যাবে।তাই বেশী উল্লাসিত হওয়ার কোন কারন নেই।বিএনপি পুরানো রাজনৈতিক দল হিসাবে দূরদশিতার যথেষ্ট অভাব আছে।যার কারনে আওয়ামীলীগ ফাঁদ পেতে শিকারী ধরে সফল হয়।আর আওয়মিলীগ নামক এই হায়েনা জনগনের পাতা ফাঁদে ধরা পড়ে অস্তিত্বের বিলুপ্তি ঘটবে স্বাধীন বাংলাদেশের পবিএ মাটি থেকে।ইনশাআল্লাহ।সেই দিনের অপক্ষায় আমি সহ গোটা জাতি।
বিষয়: বিবিধ
১৫৪৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন