-ঈদ মোবারাক-

লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ০৮ আগস্ট, ২০১৩, ১২:৫৭:১৮ রাত

খুশীর সঙ্গমে নেমে আসা বীর্যে সিক্ত হোক পৃথিবী

আকাশে-বাতাসে,পত্র-পল্লবে বয়ে যাক মহাখুশীর ফোয়ারা

আমাদের ভালবাসা পৃথিবীর সব সৃষ্টির জন্য

স্রষ্টার সান্নিধ্যের পাথেয় হোক এই ঈদ

হোক সব ভেদাভেদ আর বিভেদের চিরঅবসান ।

ছড়িয়ে পড়ুক দিগবিদিক সাম্য মৈত্রীর অমিয় বাণী

ঈদগাহে মহা সম্মিলনে হ্রষিত হোক সব সৃষ্টি আনন্দ সম্ভোগে ।

-----------------ঈদ মোবারাক------------

বিষয়: বিবিধ

১৪২১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File