তোমার জন্য
লিখেছেন লিখেছেন বাকঝাল ০৮ আগস্ট, ২০১৩, ০১:২৬:৩৫ রাত
মনটাকে ভাংতাম যদি
দেখতে তুমি দেখতে
অবহেলা তুচ্ছ করে
আমায় ভালবাসতে
মনটাকে আপন করে
একবার যদি ভাবতে
তোমার জন্য কিযে হন্য
দেখতে তুমি দেখতে
তবুও তোমার মান ভাঙ্গেনা
তবুও তোমার মন গলেনা
এমন কেন কষ্ট হয় ভাবতে
একবার যদি আমায় ভালবাসতে!
বিষয়: বিবিধ
১০৪১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন