তোমার জন্য
লিখেছেন লিখেছেন বাকঝাল ০৮ আগস্ট, ২০১৩, ০১:২৬:৩৫ রাত
মনটাকে ভাংতাম যদি
দেখতে তুমি দেখতে
অবহেলা তুচ্ছ করে
আমায় ভালবাসতে![]()
মনটাকে আপন করে
একবার যদি ভাবতে
তোমার জন্য কিযে হন্য
দেখতে তুমি দেখতে![]()
তবুও তোমার মান ভাঙ্গেনা
তবুও তোমার মন গলেনা
এমন কেন কষ্ট হয় ভাবতে
একবার যদি আমায় ভালবাসতে!
বিষয়: বিবিধ
১০৫৪ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন