পথটা কিন্তু সেদিকই
লিখেছেন লিখেছেন বাকঝাল ১২ মার্চ, ২০১৫, ১০:৩৯:৪৮ রাত
জামাত শিবিরকে ধরলে
বিএনপির কি?
বিএনপিকে ধরলে
সাধারন জনগণের কি?
সাধারনকে ধরলে
বাকি রইল কি?
পথটা কিন্তু সেদিকই
প্রথমে ওরা জামাত শিবিরকে ধরল, বিএনপি নিশ্চুপ, কেউ কেউ তাল দিয়েছে, কেউ কেউ ভেবেছে এটা বিএনপির ব্যাপার নয়, ধরতে ধরতে বিএনপির ঘরে ঢুকে গেছে, অবরুদ্ধ খালেদা জিয়া, রক্ষা করার কেউ নেই, দেয়ালে ঠেকলে পিঠ ঘুরে দাঁড়ায় এটা প্রবাদ বাক্যের মতো, তবুও যদি আত্মরক্ষার পথ খুঁজার চেষ্টা হয় বসে পড়া বাকি থাকে, বাকিটা ওরাই করবে, বুটের তলা দিয়ে ধাক্কা আর বুলেটের কাজ হবে শুইয়ে দেয়া।
বিএনপি যাবে তারপর?
তারপর সাধরণ জনগণ আছে, তারা হয়তো মনে করতে পারে তারা রাজনীতি করেনা, তাদের কি?
হুম কথা সত্য, দুইদিন পর আপনার মা বোন নিরাপদ থাকবেনা, গায়ে হাত দিবে প্রতিবাদ করার কেউ নেই, ব্যাবসায় হামলা, চাঁদাবাজি হবে কিছুই করার নাই, জমি বেদখল হবে কার কাছে যাবেন?
পথটা সেদিকেই, কেউ হয়তো অন্য গল্পের প্লট দেখাতে পারেন তবে সেটার জন্য নিশ্চয় পেমেন্ট পাবেন।
বিষয়: বিবিধ
১১৯৬ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন