কিছু সংখ্যক ধর্ম অবমাননা কারীর গল্প
লিখেছেন লিখেছেন মেঘে ঢাকা আকাশ ১২ মার্চ, ২০১৫, ১০:০৩:৫১ রাত
বিঃদ্রঃকারো ধর্মীয় অনুভুতিতে আঘাত করার উদ্দেশ্যে নহে
আমি আজ কারো ধর্মীয় অনুভুতিতে আঘাত দেয়ার উদ্দেশ্যে আমার এই লেখা লিখছি না।যদি কারো ক্ষেত্রে এটা ঘটে তাহলে অনুগ্রহ পুর্বক ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।আমি শুধুমাত্র নিজের কিছু দেখা বিষয় বলছি।
আমাদের সমাজে বর্তমান সময়ে কিছু সংখ্যক ধর্মের লেবাসধারী মানুষের আবির্ভাব হয়েছে,যারা ধর্মকে ব্যবহার করে সকল ধরনের ফায়দা লুটতে ব্যস্ত।আমার খুব কাছে বসবাসকারী একজন মানুষের কথাই বলি,তিনি গত দুই বছর আগে পবিত্র হজ্জ পালন করে এসেছেন।আমাদের এলাকায় তিনি খুবই সম্মানিত একজন মানুষ।অথচ কিছুদিন আগে তার কর্মক্ষেত্রে গিয়ে জানতে পারলাম তার আয়ের একটা বড় অংশ আসে সুদের ব্যবসা থেকে।আবার অন্য একজনের কথা বলি,তিনি পেশায় একটি মাদ্রাসার প্রিন্সিপাল।অথচ তার ব্যবহার,লেনদেন কোন কিছুই পরিষ্কার নয়।চারিত্রিক দিক থেকেও তিনি ত্রুটিপুর্ন।
এমন অনেক মানুষ আমার,আপনার আশেপাশেই আছে।যারা ধর্মের লেবাস পড়ে ধর্মকে চরম অবমাননা করে চলেছেন।আমরা নাস্তিক বা অন্য ধর্মের মানুষেরা ইসলাম ধর্মকে অবমাননা করলে তাদের বিরুদ্ধে কথা বলে থাকি।কিন্তু নিজ ধর্মের মধ্যে এই মানুষদের কে কি বলা উচিৎ?আমরা নিজ ধর্মকে যদি এই সকল শয়তানদের হাত থেকে বাচাতে না পারি তাহলে তো এরাই আমাদের ধর্মকে কলুসিত করার জন্য যথেষ্ট।
উল্লেখ্যঃআমি একজন মুসলমান
বিষয়: বিবিধ
১২৩৩ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমাদের সমাজে এমন মুসলমানও আছে যারা ঈমান-আক্বিদা, আমল সবকিছুতে বেখেয়াল, কিন্তু যারা ধর্মীয় পথে চলতে চায়, তাদের সমালোচনায় সিদ্ধহস্ত। ঢালাও সমালোচনা না করে যারা ধর্মের পথে চলে তাদের ভুল-ত্রুটি ধরিয়ে দিয়ে তাদের সংশোধন করাটাই একজন মুসল্মান ভাই এর কাছে অপর মুসলমানের অধিকার।
ধন্যবাদ।
ধন্যবাদ ভাইয়া ।
মন্তব্য করতে লগইন করুন