"জয় বাংলা" তুমি কার????
লিখেছেন লিখেছেন মেঘে ঢাকা আকাশ ১৪ সেপ্টেম্বর, ২০১৫, ০৫:০৫:০০ বিকাল
"জয় বাংলা" এই শব্দটি আমাদের বাংলার গৌরবোজ্জল মুক্তিযুদ্ধের সাথে একই সুতোয় বাধা।কেননা এই শব্দটির মাধ্যমেই স্বাধীনতা যুদ্ধের শুরু।এই শব্দটিকে বুকে ধারন করে আমি দেশপ্রেমিক মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়েছিল।আর আমাদেরকে উপহার দিয়েছিল,পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামক স্বাধীন একটা ভুখন্ডের।"জয় বাংলা" ছিল আমাদের স্বাধীনতা অর্জনের শব্দ,'জয় বাংলা" ছিল আমাদের দেশ গড়ার প্রেরনার শব্দ।
কিন্তু বর্তমানে আমরা কি দেখি,"জয় বাংলার" সাথে জয় আমাদের দেশের একটি দল "জয় বঙ্গবন্ধু" শব্দটিকে জুড়ে দিয়ে শব্দটিকে দলীয় করন করে ফেলেছে।
যে জয় বাংলা স্লোগানে আমরা পেয়েছিলাম স্বাধীনতা।সেই জয় বাংলা স্লোগানে দেখুন আজ কি কি হচ্ছে......!
*চাদাবাজি হয় "জয় বাংলা" স্লোগান দিয়ে।
*নারীকে নির্যাতন করা হয় "জয় বাংলা" স্লোগান দিয়ে।
*টেন্ডার বাজি হয় "জয় বাংলা" স্লোগান দিয়ে
*শিক্ষাঙ্গনে নিরীহ ছাত্রদের উপর হামলা ও গুলি চালিয়ে মায়ের বুক খালি করা হয় "জয় বাংলা" স্লোগান দিয়ে।
*মানুষের বাড়ীঘর কেড়ে নেয়া হয় "জয় বাংলা" স্লোগান দিয়ে।
*রাস্তায় গাড়ী ভাংচুর হয় "জয় বাংলা" স্লোগান দিয়ে।
*অন্তস্বত্বা মায়ের পেটে গুলি চালানো "জয় বাংলা" স্লোগান দিয়ে
*জাতির সম্পদ শিক্ষকদের উপর হামলা ও মারধোর করা হয় "জয় বাংলা" স্লোগান দিয়ে।
*সব শেষে আমরা দেখলাম প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের উপর সরকারের অবৈধ ও অনৈতিকভাবে চাপানো ৭.৫% ভ্যাটের প্রতিবাদে যখন ছাত্ররা তাদের যৌক্তিক ও শান্তিপুর্ন আন্দোলন করছিল,তাদের উপরও হামলা করা হয় "জয় বাংলা" স্লোগান দিয়ে।
জয় বাংলার এমন অপমান সত্যিই আর কত সইবে বঙ্গমাতা?
এখন এরুপ অবস্থা সত্যিই মনে প্রশ্ন জাগে "জয় বাংলা" সত্যিই তুমি কার?
তুমি কি স্বাধীনতা আর দেশ গড়ার প্রেরনার প্রতীক?
নাকি দেশে অরাজকতা আর অস্থিরতা তৈরীর প্রতীক?
বিষয়: বিবিধ
১২৪৩ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন