পুরানো স্মৃতি

লিখেছেন লিখেছেন পুরনো স্মৃতি আর ভবিষ্যতের স্বপ্ন ১৩ সেপ্টেম্বর, ২০১৫, ১০:৩৯:৩৫ রাত

সবাই বলে- ভালবাসার মানুষটা চলে গেলে

মানুষ নাকি একা হয়ে যায়।

কোথায় ? আমি তো একা হয়ে যাইনি।

তবে প্রায় সময়ই মনে হয়,

একটা কিছু হারিয়ে গেছে আমার জীবন থেকে।

মাঝে মাঝে ঘুমহীন রাতগুলো-

অসম্ভব কষ্ট দেয় আমাকে,

পুরানো স্মৃতি গুলোও বার বার মনে করিয়ে দেয়-

তোর আপন বলে কেউ নেই এখন।

আর এগুলো কে যদি একা হয়ে যাওয়া বলে-

তবে সত্যিই আমি একা।

অনেক বেশী একা হয়ে গেছি তোমার জন্যে,

কারন তুমি তো জানতে,

কতটা আপন ছিলে তুমি আমার।

সেই তুমিও তো চলে গেলে-

আমাকে একাফেলে ?

একবারও ভাবলেনা আমার কথা ?

তবুও আমি চাই,

তুমি নাই বা রইলে ইহলোকে,

পরলোকে সবসময় সুখে থেকো- ভালো থেকো।

বিষয়: বিবিধ

১৩৩৮ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

341521
১৩ সেপ্টেম্বর ২০১৫ রাত ১১:০২
অনেক পথ বাকি লিখেছেন : কষ্টদায়ক কবিতা।
341733
১৫ সেপ্টেম্বর ২০১৫ রাত ১২:০৩
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ভালবাসার মানুষ চলে গেলেও সৃতির দরজা উম্মুক্ত থাকে....।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File