# হ্যাপি কেন আনহ্যাপি
লিখেছেন লিখেছেন বাকঝাল ১১ মার্চ, ২০১৫, ১০:০৪:৩৩ রাত
হাল ছেড়েছে হ্যাপি
ঝাপ দিওনা বাপি
তারচে বরং তওবা করে
সংযমে দাও সপি।
প্রেম যদি হয় সাচ্ছা
মিলবে বাঘের বাচ্চা
শিয়াল কি আর প্রেম বুঝে
মুরগী পেলে আচ্ছা।
মামলা নিলে তুলে
যাক রুবেল চলে
এসো আলোর পথে
অন্ধকার ঠেলে।
জীবনের শেষ স্ট্যাটাসে যা বললেন হ্যাপি
চরমভাবে মানসিক যন্ত্রণায় ভুগছেন চিত্রনায়িকা হ্যাপি। তার ফেসবুকের স্ট্যাটাস গুলো অন্তত তাইই বলে। সর্বশেষ আজ ১১ মার্চ রাত ৮ টা ১৮ মিনিটে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন তিনি। এটিই তার শেষ স্ট্যাটাস বলে সেখানে লেখেন হ্যাপি। হ্যাপির স্ট্যাটাসটি এখানে পাঠকদের জন্য তুলে ধরা হল-
আমি বড় দুর্ভাগা শেষ কথাটাও তোমাকে বলতে পারলাম না। অনেক ভালোবাসি বাবু। কোন ভুল করলে মাফ করে দিও। আম্মু, আব্বু তোমরাও মাফ করে দিও। আমি তোমাদের যোগ্য সন্তান হতে পারলাম না। আমার জন্য অনেক কষ্ট করেছ তোমরা এর ঋণ শোধ করা সম্ভব না। এটাই আমার শেষ স্ট্যাটাস। বাবু, তুমি অন্য কাউকে বিয়ে করবে এটা দেখা আমার পক্ষে সম্ভব হল না…
বলা ভালো যে, বিষয়টি মিরপুর থানাকে জানানো হয়েছে যেন কোনো অপ্রত্যাশিত কিছু না ঘটে।
বিষয়: বিবিধ
১২০১ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন