কার্ণিশে একা বসে কাক

লিখেছেন লিখেছেন বাকঝাল ১০ মার্চ, ২০১৫, ০১:৩৮:২১ দুপুর



আমি দেখি তোকে উঠোনে বা ছাদে

যেখানেই তুই থাক

বসন্তে কুকিলে কুহু কুহু ডাকে

কার্ণিশে একা বসে কাক।

তুই কি আমাকে কাজের ফাঁকে ফাঁকে

দেখতে কি তুইও পাস

আমি একা ঘরে পায়চারি করে

লোডশেডিং এর গরমে হাসফাস।


আমি একা একা কত কি দেখা

খালি পেটে একা শুয়ে থাকা

পড়ে আছে হাড়ি বল কি করি

মাসের শেষে পকেট যে ফাঁকা।

তোর নীল শাড়ী সদ্য কেনা গাড়ি

সারপ্রাইজ ছিল গত মাসে

তোর বর নাকি করে চালাকি

আজও ফের যায়নি অপিষে।


আমি একা একা, একা শুয়ে থাক

দেখি সব দু'চোখটা বুজে

আমি একা এক, কত কি'যে দেখা

চোখ খুললেই পাইনা আর খুঁজে।

বিষয়: বিবিধ

১৪০৯ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

308195
১০ মার্চ ২০১৫ দুপুর ০২:৩৮
ইবনে আহমাদ লিখেছেন : সিনিয়র মানুষ। পড়তে ভাল লাগল। কিন্তু বুঝতে অক্ষম। কারন আমি কবিতা বুঝিনা। পড়তে পারি।
১০ মার্চ ২০১৫ দুপুর ০৩:১৬
249233
বাকঝাল লিখেছেন : Tongue Tongue Tongue Tongue Tongue Tongue Tongue ধন্যবাদ জানবেন তবুও আসলেন, ঘুরে গেলেন
308211
১০ মার্চ ২০১৫ বিকাল ০৪:২১
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় সুহৃদ ভাইয়া। আপনার লিখাটি অনেক ভালো লাগলো।

জাজাকাল্লাহু খাইর।
১০ মার্চ ২০১৫ বিকাল ০৪:৩৪
249261
বাকঝাল লিখেছেন : ওয়াইলাইকুম আসসালাম আপু, অনেক ধন্রবাদ আপনাকে এবঙ ভাল লাগার জন্য অভিনন্দন
308227
১০ মার্চ ২০১৫ বিকাল ০৫:৩৮
হতভাগা লিখেছেন :
১০ মার্চ ২০১৫ রাত ০৯:৩২
249309
বাকঝাল লিখেছেন : আমার আইডি তিনটা, তবে কোনটাই কোন উদ্দেশ্য নিয়ে ইউস করা হয়না, আমার অভ্যাস তা@ক্ষনিক লিখে পোষ্ট করা, তাই এক আইডি দিয়ে বার বার না দিয়ে অন্র আইডি দিয়ে দিই, আপনি বা সম্পাদক চেক করে দেখতে পারেন, আমার আইডি কোন ধররেনর ভেজাল কাজে ইউস করিনা, যাই হোক, এই পোষ্ট এই আইডি দিয়ে ভুল করেই করেছি, ওপেন ছিল পোষ্ট করে দেযার পর দেখলাম এই কান্ড, অন্যচোখে আইডিটাও আমার, সেখানে কোন পলিট্যিক্যাল পোষ্ট দিইনা, বাকঝাল দিয়ে রাজনৈতিক ছড়া দিই, একমাত্র এটা ভুল করে ব্যাতিক্রম হল, ধন্যবাদ হতভাগা Good Luck Good Luck
308230
১০ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৬:৫৯
সত্যলিখন লিখেছেন :
১০ মার্চ ২০১৫ রাত ০৯:৩৫
249310
বাকঝাল লিখেছেন : মানুষের একটা স্বাভাব হল নগদে যা পায় তাকেই প্রাধান্য দিতে চেষ্টা করে, তাই আমরা অনেকে পরকাল এর কথা যেনেও ঘুষ খাই, ঘুষটা সাময়িক আনন্দ, তৃপ্তি, সুবিধা দেয়, কিন্তু পরকাল এর কথা ভাবলে চিন্তা আসার আগেই কান্না শুরু হত, এখাবে ঘুষ প্রতিক, এমন হাজার হাজার কাজ আমরা করছি নিয়ত, ধন্যবাদ আপনাকে সুন্দর কমেন্ট করার জন্য

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File