বাংলা আমার অহংকার

লিখেছেন লিখেছেন আমার কিছু কথা ১০ মার্চ, ২০১৫, ০১:৪৩:৪৯ দুপুর

আমি মায়ের সন্তান, মায়ের বুকে আমার অহংকার।

কাল আমাদের বিজয় অর্জনের পর পাকিস্তান আর ভারতের খেলোয়াড়রা রুবেল কে নিয়া মন্তব্য করে।

আমার কথা হল আমার চোকে আমার মা হল আমার সব | আমি লবন দিয়া ভাত খেলে o আমার মায়ের হাতের রান্না পোলাও তেকে প্রিয়।

আমার দেশের খেলোয়াড়রা যে রখম হুক কেউ মন্তব্য করলে আমরা সয্য করবনা।

যে হুক তাকে আমরা ঘৃনার দৃষ্টিতে দেখি।

বিষয়: বিবিধ

১১৪৯ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

308194
১০ মার্চ ২০১৫ দুপুর ০২:৩৩
হতভাগা লিখেছেন : ওদের কথার জবাব কাজে দিয়ে দেওয়া হবে
308204
১০ মার্চ ২০১৫ দুপুর ০৩:৪১
আমার কিছু কথা লিখেছেন : অবশ্যয়

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File