পতাকা কেন দেখা যায়না??
লিখেছেন লিখেছেন আমার কিছু কথা ১১ মার্চ, ২০১৫, ০৭:৫৪:৪২ সন্ধ্যা
সবাই জানার কথা বাংলাদেশ কোয়াটার ফাইনাল নিশ্চিত করেছে !!
সবার আগে ধন্যবাদ জানাই বাংলাদেশ টিমকে, কারণ তারা আমাদেরকে একটা আনন্দ উপহার দিয়েছে।
এই মাস স্বাধীনতার মাস, স্বাধীনতার মাসে জাতীয় পতাকা তোলাটা স্বাভাবিক।
আর যদি হয় বাংলাদেশের আনন্দের মুহূর্ত তাহলেত কথাই নাই।
ব্রাজিল আর্জেন্টিনা খেলা শুরুর আগে পতাকার অভাব হয়না।
ভারত পাকিস্তান খেলা হলে পতাকার অভাব হয়না।
আমার প্রশ্ন তাহলে বাংলাদেশের পতাকা কোঁতাই??
আশা করি সবাই এই বিষয়টা খেয়াল রাখবেন।
বিষয়: বিবিধ
১০৬২ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন