# স্বাধীনতা তুমি

লিখেছেন লিখেছেন বাকঝাল ১৪ মার্চ, ২০১৫, ০৫:২৫:৫২ বিকাল

স্বাধীনতা তুমি শেখ হাসিনা

কান্দি কেবল আর হাসি'না।

Thinking?

স্বাধীনতা তুমি কালা বিলাই

বস্থায় বস্থায় ঘুষ খায়।

Thinking?

স্বাধীনতা তুমি পদ্মা সেতু

আবুল আবুল কাতুকুতু

Thinking?

স্বাধীনতা তুমি এরশাদ

প্রেমের নামে কামের ফাঁদ।

Thinking?

স্বাধীনতা তুমি রওশন

চামড়া বটা নষ্ট ভ্রুণ।

Thinking?

স্বাধীনতা তুমি মুন্নি শাহা

নাকের বাহার বাহা বাহা।

Thinking?

স্বাধীনতা তুমি শাহবাগ

গাজার সাথে বিরানীর ভাগ।

Thinking?

সাধীনতা তুমি ওবায়দুল কাদের

কথা কেবল নয়তো কাজের।

Thinking?

স্বাধীনতা তুমি মহসীন আলি

বিড়ির লেন্জা টানে খালি।

Thinking?

স্বাধীনতা তুমি সাহারা

কে দেবে বেডরুম পাহারা।

Thinking?

স্বাধীনতা দ্বিপু মণি

পাখনা ছাড়াই উড়াল খনি।

Thinking?

স্বাধীনতা তুমি কামরুল

টাকলা মাথায় ঢাল ঘোল।

Thinking?

স্বাধীনতা তুমি নবনিতা

মুজো বাবু বাঁধে ফিতা।

Thinking?

স্বাধীনতা তুমি কানা মিজান

দাদারে ডাকে বা'জান।

Thinking?

স্বাধীনতা তুমি নির্বাচন কমিশনার

কিছুই আর নাই বলার।

Thinking?

স্বাধীনতা তুমি যা ইচ্ছে তাই

বাকশাল যেমন দেশ চালায়।

বিষয়: বিবিধ

১৪৯৭ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

308890
১৪ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৬:১২
অনেক পথ বাকি লিখেছেন : Broken Heart Broken Heart Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
308891
১৪ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৬:২৪
নূর আল আমিন লিখেছেন : হুম শেখ হাসিনা মানেই স্বাধীনতা

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File