আত্মহত্যা কারীর শাস্তি

লিখেছেন লিখেছেন সোহেল মোল্লা ১৪ মার্চ, ২০১৫, ০৬:১৮:১৭ সন্ধ্যা

আসসালামু আলাইকুম।

প্রিয় ব্লগার ভাই ও বোনেরা নিশ্চয়ই ভালো আছেন.। হে আল্লাহর. তুমি আমার ব্লগার ভাই ও বোনদের. সুস্থতা দান করো।

আজ অনেক আগ্রহ নিয়ে লিখতে বসলাম। আজ আমরা বলি নিশ্চয়ই. মুসলিম সেই সাথে আমাদের. নেতা ও নিশ্চয়ই. মুসলিম। নিশ্চয়ই ভাই ওবোনেরা একথা বলার অপেক্ষা রাখে না। কিন্তু আমাদের কী কাজ আছে এ সম্পর্কে আমাদের নেতারা কত অকিফহাল। তা কী আমাদের জানা আছে। আমরা কাকে আমার নেতা বানিয়েছি। সেই নেতা সম্পর্কে কত টুকু জানতে পেরেছি।

হ্যাঁ ভাই ওবোন আমাদের. নেতা সম্পর্কে তেমন কিছুই যদি না।। যদি না কী ইসলামী দল ছাড়া অন্য দল করি। আজ আমাদের নেতা আমাদের অন্যায় কাজ থেকে বিরত রাখবে এটাই আমাদের প্রত্যাশা ছিল কিন্ত. কী হল আজ যারা ক্ষমতা আসীন তারা তো আমাদের কে অন্যায় কাজ থেকে বিরত তারা কোন পদক্ষেপ নিচ্ছে না।

তাহলে দেখতে হবে আমাদের নেতা আমাদের অন্যায় কাজের দিকে নিয়ে যাচ্ছে । আমাদের ইসলামী কোন শ্বাসনালির উপহার দিতে পারছে না।

আজ আপনাদের একটা হাদীস শুনাবো

হযরত আবু হুরাইরা রাঃ বলেন আল্লাহর নবী সঃ বলেন যে ফরাসী লাগিয়েববা গলাটিপে আত্মহত্যা করে জাহান্নামে সে নিজেই নিজেকে অনুরূপ শাস্তি দিবে।

বিষয়: বিবিধ

১৩১৯ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

308944
১৪ মার্চ ২০১৫ রাত ১০:১৫
আবু জারীর লিখেছেন : ধন্যবাদ
১৫ মার্চ ২০১৫ সকাল ০৯:০৩
249975
সোহেল মোল্লা লিখেছেন : ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File