শয়নে স্বপ্নে শুধু মা.....
লিখেছেন লিখেছেন সোহেল মোল্লা ০৩ মার্চ, ২০১৫, ০৪:৫১:৩১ বিকাল
শয়নে স্বপ্নে শুধু মা
তোমার কথা মনে হয়
কতদিন দেখি না তোমায়
ভুলে কী গেছো আমায়
আদর সোহাগ মাগো আর কোথা পাবো
কার আচলে আমি নিজেকে জড়াবো
কার কাছে ধরবো মিছে বায়ানা
তোমার মত কেউ নাই
কতদিন দেখি না তোমায় ভুলে কী গেছো আমায়
আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জ্বালা
কে আর পরাবে আমায় সুখের ও সে মালা
কপালে কে আর দিবে আর কাজলের টিপ
তুমি যে নেই এ ধারায়
বিষয়: সাহিত্য
১৪২১ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আল্লাহ আপনার মাকে জান্নাত নসীব করুন ।আমীন ।
মি:আফরা আপনাাকে ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন