শয়নে স্বপ্নে শুধু মা.....

লিখেছেন লিখেছেন সোহেল মোল্লা ০৩ মার্চ, ২০১৫, ০৪:৫১:৩১ বিকাল

শয়নে স্বপ্নে শুধু মা

তোমার কথা মনে হয়

কতদিন দেখি না তোমায়

ভুলে কী গেছো আমায়

আদর সোহাগ মাগো আর কোথা পাবো

কার আচলে আমি নিজেকে জড়াবো

কার কাছে ধরবো মিছে বায়ানা

তোমার মত কেউ নাই

কতদিন দেখি না তোমায় ভুলে কী গেছো আমায়

আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জ্বালা

কে আর পরাবে আমায় সুখের ও সে মালা

কপালে কে আর দিবে আর কাজলের টিপ

তুমি যে নেই এ ধারায়

বিষয়: সাহিত্য

১৪২১ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

307078
০৩ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৬:১৩
অনেক পথ বাকি লিখেছেন : ভালো লাগলো খুব সুন্দর লিখেছেন। অনেক ধন্যবাদ
307089
০৩ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৭:০৩
আফরা লিখেছেন : মাকে নিয়ে যে কোন লেখাই আমার ভাল লাগে কিন্তু শেষে এসে খুবই কষ্ট পেলাম ।

আল্লাহ আপনার মাকে জান্নাত নসীব করুন ।আমীন ।
০৪ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৬:১৩
248529
সোহেল মোল্লা লিখেছেন : আসসালামু আলাইকুম।মি: আফরা আপনাকে ধন্যবাদ
307118
০৩ মার্চ ২০১৫ রাত ১০:০৫
অষ্টপ্রহর লিখেছেন : ভাল লাগলো।অনেক শুভ কামনা থাকলো|
307225
০৪ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৬:১১
সোহেল মোল্লা লিখেছেন : আসসালামু আলাইকুম।
মি:আফরা আপনাাকে ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File