কেমন লাগবে যদি এগুলোর প্রমান মেলে
লিখেছেন লিখেছেন সোহেল মোল্লা ০২ ফেব্রুয়ারি, ২০১৫, ০৭:৪৩:৩৭ সন্ধ্যা
দেখি ককে কে সঠিক নাম টটা বলতে পারেন??
তিন অক্ষরের নাম
তার
সত্য নাহি বলে
মিথ্যার উপর ভর
করিয়া
সারা জীবন চলে
মুখে তাহার
গণতন্ত্র
অন্তরে তার
ফ্যাসিবাদ
মানুষ খুনের
কারসাজিতে
তাকে হারায় সাধ্য
কার
খোদার
প্রেমে কোরান পড়ে
দাদার প্রেমে মানুষ
মারে
বাবার স্বপ্ন পূরণ
করতে
গণতন্ত্র
হত্যা করে
নির্বাচন
আসলে পরে
মাথায়
তিনি পট্টী পড়ে
নির্বাচনে জিতার
পরে
ভারত গিয়ে তিলক
পরে
দাদা বাবুর খুশির
তরে
মা দূর্গাকে পূজু করে
জনগণ
কে ধোকা দিতে
ঘোষণা দিয়ে নামায
পড়ে
...............
..........
............... ..........
নামটা আমি বল্লাম
না বন্ধুরা,
দেখি কেকে বলতে পারেন?
বিষয়: সাহিত্য
১৩৪৩ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বলেছ ভাইয়া
মন্তব্য করতে লগইন করুন