মায়ের ভালবাসা
লিখেছেন লিখেছেন সোহেল মোল্লা ১২ মার্চ, ২০১৫, ০২:৫৩:৪১ দুপুর
ভালবাসা শব্দটি একটি ব্যাপক অর্থ বোধক শব্দ। কিন্তু আজ অতিসয় দুঃখের সাথে জানাতে হয় ভালবাসা মানে একটি ছেলে আর একটি মেয়েকে বুঝি হয়ে থাকে। আজ কী হয়েছে এই জাতি। আমি আজ বাস্তবতাইই দেখছি এই জাতি আজও শিক্ষিত হতে পারেনী।
প্রিয় ভাই বোন রাগ করলেন। আজ মাকে নিয়ে একটা কবিতা লিখবব।
সোনা রুপা যাই বল তাহার কত দামি।
মা যে আমার সবার সেরা সবার থেকে দামি।
পৃথিবী টা তুচ্ছ লাগে সেরা মায়ের আচল।
শান্তি তো নাই সোনা রুপায় শান্তি তো পাই মায়ের
ছায়ায়।।
বিষয়: বিবিধ
১৭৫৩ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মা যে আমার সবার সেরা সবার থেকে দামি
Excellent Excellent
মন্তব্য করতে লগইন করুন