একতরফা নির্বাচনের জন্য ভুলে গেলেন সেই ১৯ ডিসেম্বর, ২০১৩ ?

লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ১৪ মার্চ, ২০১৫, ০৪:০৮:৪০ বিকাল



ভুলে গেলেন ?

সেই ১৯ ডিসেম্বর, ২০১৩ ?

বিবিসি সহ দেশের সব পত্রিকার খবরটি প্রকাশিত হয়েছিল।

বেগম খালেদা জিয়া সংবাদ সম্মেলন করে বলেছেন শেখ হাসিনা জনগনকে প্রতিশ্রুতি দিয়েছিলেন দশম সংসদ নির্বাচন নিয়ম রক্ষার। নির্বাচনের পর সমঝোতা হলে সংসদ ভেঙ্গে দিয়ে আবার একটা নির্বাচন দেয়া হবে।

খালেদা জিয়া সংবাদ সম্মেলন নিয়ে আওয়ামিলীগ জবাব দেয় - খালেদা জিয়া এক ভয়ানক মিথ্যা বলেছেন।

কিন্তু ঘরে ঘরে চাকুরী , ১০ টাকার চাল সহ অনেক কিছুর প্রতিশ্রুতি দিয়ে আওয়ামিলিগ নিজেরাই বলে , তারা ওই সব বলেনি। ঠিক একতরফা নির্বাচনের জন্য নির্বাচনের পর আলোচনার মাধ্যমে সমঝোতা হলে দশম সংসদ ভেঙে দিয়ে আবারও নির্বাচন দেয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার ১৮ ডিসেম্বর, ২০১৩ সরকারী গণভবনে কার্যনির্বাহী সংসদের বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এ কথা জানান।

কিন্তু খালেদা জিয়ার বক্তব্য নাকচ করে দিয়ে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ প্রশ্ন রেখেছেন, ‘প্রধানমন্ত্রী কবে, কখন ও কোথায় বলেছেন এটা নিয়ম রক্ষার নির্বাচন। খালেদার বক্তব্য নির্লজ্জ মিথ্যাচারে ভরপুর।’

আওয়ামীলীগের মুখ পাত্র হানিফের এ বক্তব্যের জবাব কি প্রমান সহ হয় নাই -



প্রমান -






ক্ষমতাসীনরা জিতলেও হেরেছে বাংলাদেশ : ইকোনোমিস্ট

শেখ হাসিনার সরকারকে অজনপ্রিয় আখ্যা দিয়ে বাংলাদেশের নির্বাচনে ক্ষমতাসীনরা জিতলেও দেশ হেরেছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে প্রভাবশালী ব্রিটিশ দৈনিক দ্য ইকনমিস্ট। একমাত্র বিদেশি শক্তি ভারত বাংলাদেশের এ নির্বাচনের পক্ষে রয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এই নির্বাচনের ফলাফল সুস্পস্টভাবে লজ্জা বয়ে আনবে উল্লেখ করে প্রতিবেদনে জাতীয় সংসদের ৩০০টির মধ্যে ১৫৪টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগ প্রার্থীদের জয়লাভ, বিএনপিসহ ১৮ দলের নির্বাচন বয়কট, সাবেক একনায়ক এবং জাতীয় পার্টির নেতা এরশাদকে হাসপাতালে আটকে রাখার বিষয়টি তুলে ধরা হয়। আর জামায়াতকে এই নির্বাচন থেকে বাদ রাখা হয়েছে এর ধর্মীয় বৈশিষ্টের জন্য যা দেশের ধর্মনিরপেক্ষ সংবিধানের পরিপন্থি।



বিষয়: বিবিধ

১২৬৩ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

308888
১৪ মার্চ ২০১৫ বিকাল ০৫:৪৪
অনেক পথ বাকি লিখেছেন : সমঝোতা তো হয়নি তাহলে নির্বাচন হবে কি করে?
310602
২৩ মার্চ ২০১৫ সকাল ০৯:২৬
কাঁচের বালি লিখেছেন : হাসিনা নির্লজ্জের মত গন্তন্ত্রের বিজয় হয়েছে বলে এখন গলা ফাটালে জনগন বুঝতে কি বাকি আছে ?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File