সান্নিধ্যের সঞ্জীবনী সুধা
লিখেছেন লিখেছেন মোঃ মাসুম সরকার আযহারী ১০ মার্চ, ২০১৫, ১২:১১:০৪ দুপুর

সর্বদা আছেন রব যার হৃদয়ের আয়নায়,
অশ্রু ঝরায় না চক্ষু পড়ে স্মৃতির পাতায়।
![]()
অস্থির হয় না তনু-মন দুনিয়ার ব্যস্ততায়।
হয় না পেরেশান মন আগামীর ভাবনায়।
দেখেও রাঙ্গা রক্তচক্ষু হয় না আতঙ্কিত ।
চক্রান্ত আর ষড়যন্ত্রেও হয় না কভু ভীত।
![]()
প্রতারণায়, প্রবঞ্চনায় হয় নাতো অশান্ত।
বিশ্বাস করে আছেন রক্ষক মহাপরাক্রান্ত।
![]()
রোগাক্রান্ত অধৈর্য হয় না হয়েও পীড়িত।
অশীতিপর, বয়সে নুজ্ব্য হয় না কভু ভীত।
পরোয়া করে না মৃত্যুর জেনেও অত্যাসন্ন।
প্রভুর প্রেম ছাড়া দিলে নেই যে কিছু অন্য।
![]()
দরিদ্রতা, অনহারের ভয়ে নয় কখনো শংকিত।
আশঙ্কা নেই করবে লোকে অপমান-লাঞ্ছিত।
![]()
অনিষ্টতা আর ক্ষতির ভয়ে হয় না চিন্তান্বিত।
দৃঢ় বিশ্বাস আছে যে রব রাখবেন সম্মানিত।
![]()
দুশ্চিতায়, দুঃখ-ব্যথায়, অশান্তির জাঁতাকলে,
ধুঁকেধুঁকে কত যে মরছে পুড়ে দাবানলে।
![]()
চির শান্তির ফোয়ারা বইছে তাদের দেহ-মনে,
রবের প্রেমে নিশীথে যার অশ্রু ঝরে দু'নয়নে।
![]()

বিষয়: সাহিত্য
১২০২ বার পঠিত, ৪ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
জাজাকাল্লাহু খাইর।
মন্তব্য করতে লগইন করুন