Roseসান্নিধ্যের সঞ্জীবনী সুধা

লিখেছেন লিখেছেন মোঃ মাসুম সরকার আযহারী ১০ মার্চ, ২০১৫, ১২:১১:০৪ দুপুর



সর্বদা আছেন রব যার হৃদয়ের আয়নায়,

অশ্রু ঝরায় না চক্ষু পড়ে স্মৃতির পাতায়‍।

Rose Good Luck Good Luck Rose

অস্থির হয় না তনু-মন দুনিয়ার ব্যস্ততায়।

হয় না পেরেশান মন আগামীর ভাবনায়।

Rose Good Luck Good Luck Rose

দেখেও রাঙ্গা রক্তচক্ষু হয় না আতঙ্কিত ।

চক্রান্ত আর ষড়যন্ত্রেও হয় না কভু ভীত।

Rose Good Luck Good Luck Rose

প্রতারণায়, প্রবঞ্চনায় হয় নাতো অশান্ত।

বিশ্বাস করে আছেন রক্ষক মহাপরাক্রান্ত।

Rose Good Luck Good Luck Rose

রোগাক্রান্ত অধৈর্য হয় না হয়েও পীড়িত।

অশীতিপর, বয়সে নুজ্ব্য হয় না কভু ভীত।

Rose Good Luck Good Luck Rose

পরোয়া করে না মৃত্যুর জেনেও অত্যাসন্ন।

প্রভুর প্রেম ছাড়া দিলে নেই যে কিছু অন্য।

Rose Good Luck Good Luck Rose

দরিদ্রতা, অনহারের ভয়ে নয় কখনো শংকিত।

আশঙ্কা নেই করবে লোকে অপমান-লাঞ্ছিত।

Rose Good Luck Good Luck Rose

অনিষ্টতা আর ক্ষতির ভয়ে হয় না চিন্তান্বিত।

দৃঢ় বিশ্বাস আছে যে রব রাখবেন সম্মানিত।

Rose Good Luck Good Luck Rose

দুশ্চিতায়, দুঃখ-ব্যথায়, অশান্তির জাঁতাকলে,

ধুঁকেধুঁকে কত যে মরছে পুড়ে দাবানলে।

Rose Good Luck Good Luck Rose

চির শান্তির ফোয়ারা বইছে তাদের দেহ-মনে,

রবের প্রেমে নিশীথে যার অশ্রু ঝরে দু'নয়নে।


Rose Good Luck Good Luck Rose



বিষয়: সাহিত্য

১১৪১ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

308203
১০ মার্চ ২০১৫ দুপুর ০৩:৩২
মোঃজুলফিকার আলী লিখেছেন : অনেক সুন্দর লেখা। ধন্যবাদ। ভাল লেগেছে।
১০ মার্চ ২০১৫ বিকাল ০৪:৩১
249260
মোঃ মাসুম সরকার আযহারী লিখেছেন : আস্‌সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ। জাযাকাল্লাহু খাইরান।
308212
১০ মার্চ ২০১৫ বিকাল ০৪:২২
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় সুহৃদ ভাইয়া। আপনার লিখাটি অনেক অনেক অনেক ভালো লাগলো।

জাজাকাল্লাহু খাইর।
১১ মার্চ ২০১৫ রাত ০৯:৩৩
249473
মোঃ মাসুম সরকার আযহারী লিখেছেন : আস্‌সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আপনা্র অনুভুতি রেখে যাওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার ভাল লাগা আমার কলমের ধমনীতে রক্ত সঞ্চার করে, ভাবাবেগের দিগন্ত উম্মোচিত করে, আনাড়ি হাতে লেখার সাহস যোগায়। জাযাকিল্লাহু খাইরান ফিদ্দুনিয়া ওয়াল আখিরাহ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File