“তোমাকে পথ ভেবে চলছি অবিরত...”

লিখেছেন লিখেছেন ব্লগার সাজিদ আল সাহাফ ০৮ আগস্ট, ২০১৩, ০২:০৪:১৪ রাত



একাকী আছি আমি নির্জনে

আছি পরিচিত মুখের অন্তরালে

উমুক্ত স্থানে আছি গোপনে।

এক নির্জনে আছি আমি

যেখানে সুদীর্ঘ পথ আছে

পথ-ই আমার সঙ্গী।

ক্লান্ত শ্রান্ত হয়ে আমি

বিষণ্ণতায় যখন ভেঙ্গে পড়ি

তখন একমাত্র পথ-ই আমাকে

ডেকে তোলে বারেবারে

স্বপ্নকে স্মরিয়ে দিয়ে

স্বপ্নযাত্রা শেষ করার তরে।

আছি সুদীর্ঘ পথের সাথে

তোমাকে পথ ভেবে চলছি অবিরত

একাকী আমি এই সুদীর্ঘ পথেই

তোমাকে খুঁজি, স্বপ্নকে করে পুঁজি!

আমি পথেই তোমার অস্তিত্বের সাড়া পাই

অনুভবে, কল্পনার অনুরাগে

তোমার রঙে নিজেকে রাঙাই।

বিষয়: বিবিধ

১৪৫৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File