একই দৃশ্য
লিখেছেন লিখেছেন নোমান সাইফুল্লাহ ০৮ আগস্ট, ২০১৩, ০২:২১:৩৭ রাত
আমার কল্পনার অধিরাজ্যে একই দৃশ্য বারবার আসে
দৃশ্যেরা পুরনো হয় না আমি হই অতীত
সবুজ ডায়েরীর কবিতাগুলো হয়ত পড়বেনা কেউ
তোমাকে না বলা কথাগুলো কখনো বলাই হবে না
কিছু অশ্রু কাঁদব বলে জমা রেখেছিলাম
শেষ পর্যন্ত কান্নাই হলো না।
বহুমাত্রিক ভালোবাসা এবং সম্পর্কের ভেতর
আমি হেঁটে গেছি বহুকাল হয়ত আরো কিছুদিন
নারী এবং প্রেম, চোখ এবং চোখের দৃষ্টিপাত
এইসব দৃশ্যের অনুবাদ করবো বলে ভেবেছিলাম
পুরুষ এবং প্রকৃতি শিরা উপশিরায় নতুন শিশুর
কান্নার আওয়াজ আমি সে শিশু আমিই পিতা
আমিই প্রেমিকের শক্ত বন্ধন এসব দৃশ্যগুলো
পুরনো জংশনের অক্ষরের মত ঝুলে থাকে
মধ্যরাতে ট্রেন আসে যায় যাত্রী বদলায় একই ঠিকানায়।
না অতীত না ভবিষ্যত আমি এক দিগন্তচারী
দেখতে দেখতে যাই যে দৃশ্য হয়নি দেখা
সেই চোখের অন্তরালে কাল মহাকাল ঘুমিয়ে থাকে
সেই চোখ আমার নয় আমিও তো সবুজ ঘাস হবো
নদীর জল হব, মেঘের ডানায় আকাশ হব
হে পথ মহাকালের সবুজ দিগন্তরেখা
মেঠো শব্দের গোলাপী গান! তুমি নিয়ে যাও আমায়
যে কথাগুলো তোমাকে বলবো ভেবেছিলাম
তা আর বলা হবে না, শেষ অবধি আমিই পথ
পথের সীমান্ত রেখা, দাঁড়কাক, কাকতাড়ুয়ার মত
অনাদি হরিৎ প্রান্তরে, কেবল পাহারায় ঠাঁয় দাড়িয়ে
না, না, বলে চিৎকার করে ওঠা অবারিত ফসলের সম্ভার।
যে শব্দগুলো ভেবেছিলাম তা আর বলা হয় নি...
বিষয়: বিবিধ
১৪০৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন