খন্ড অনুভূতি

লিখেছেন লিখেছেন নোমান সাইফুল্লাহ ২০ আগস্ট, ২০১৭, ১১:২৯:১৯ রাত



মাঝে মাঝে এমন হয়, কিছু অযাচিত সময়

দু'পায়ে শেকল বেঁধে রাখে।

সামনে এগুতে গেলে কেবলই পিছুটান লাগে।

রক্তাক্ত হয়।

সামনে যাব না পেছনে

এমন একটা দ্বিধান্বিত মুহুর্ত ঘুরপাক খায়।

ধুঁয়ার মত কুন্ডলী পাকায়।

দীর্ঘ অতীত সমূহ বর্তমান অনাগত ভবিষ্যত

সবকিছু রেল লাইনের বগির মত

একবার সামনে আবার পেছনে,

ছায়া গাছ, সবুজ ঘাস, মধ্য দুপুর,

বিকেল হাওয়া, জংধরা ব্রিজের উপর

ঝিক ঝিক ছুটে চলা;

অথবা ব্যস্ত সড়কের উপর ওভার ব্রিজ,

দীর্ঘ যান্ত্রিক কোলাহল,

হেমন্তের বিকেলে উন্মাসিক বাতাসের ঘ্রাণ,

নিওন আলো, রূপার চোখ তখন অচেনা,

মধ্যবিত্ত সিঁড়িভেঙ্গে দূরে কোথাও যাব

এসব শহরতলীর বাসের মত অবিরাম,

ট্রেনের হুইসেলের মত সামনেই জংশন,

একছন্দে অলস গতিতে ছুটে চলা,

এমন মনে হয় কখনও-কখনও।

০৯/১০/২০১৩ ইং (পুরনো লেখার ড্রাফট থেকে)

বিষয়: বিবিধ

১০৭৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File