তোমার চলার পথে

লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ১৩ জুলাই, ২০১৩, ০৫:০৬:১৭ সকাল

তোমার চলার পথে

পদযুগলের ক্রমাগত পদক্ষেপ

ছুটেছিল সম্মুখপানে

পার্থক্য খুঁজার সময় হয়নি তেমন একটা।

কিছু দূর যেতে, পথের মোড়ে সুখের লগণ;

তবুও দিকভ্রম পথিকের ন্যায় ঘুরতে হবে

ভবঘুরে , দেশ-দেশান্তরে।

ঘাস ফড়িংয়ের ঠোঁটে শিশির বয়ে

হারাতে হবে রোদেলা দুপুর,

নিস্তব্ধ অতৃপ্ত আঁধার রাতে নিষ্প্রান শরীরি হতে হবে

কল্পলোকে তোমার হস্তযোগল ছুঁয়ে।

এবার তুমিই বহন করবে

তোমার উম্মাদ প্রেমের ভার,

অভিমান সিক্ত অশ্রুবহন করুক আঁখিযোগল,

আমিও বহন করেছি

অশ্রুমালা টলটলে সফল অভিনেতার।

তারপর খসে গেল পদযোগল শেষপ্রান্ত বেয়ে

অবিকল তোমার মতন ।

তোমার চলার পথে আর চলতে হয়নি অবশেষে।

বিষয়: বিবিধ

১৩৬০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File