সুস্থ সংস্কৃতি ও আমাদের প্রত্যয়
লিখেছেন লিখেছেন মোহাম্মাদ হেইচ রাহমান ১৩ জুলাই, ২০১৩, ০৫:৩৬:০৫ সকাল
সংস্কৃতি মানে আমাদের জীবনের প্রতিটি মুহূর্তের পথচলার ধরণ। আচার ব্যাবহার,কথা বলা,পোশাক আর কিছু সীমাবদ্ধতা,সব মিলিয়ে আমাদের শৃঙ্খলিত জীবনের সুন্দর একটি কাঠামোকে বুঝায়। নিয়মের ভেতরে থেকে সব অনিয়ম বর্জনের নামই সুস্থ জীবন। আশরাফুল মাখলুকাত হিসেবে মানুষের শ্রেষ্ঠ জীব,তাই মানুষের উচিত এমন কিছু করা যা কিনা অন্য কোন প্রাণীর সাথে তুলনা করা চলে না। আজ লিখবো পোশাক নিয়ে-বর্তমান যুগে এমন কিছু পোশাক বের হয়েছে,যা আমাদের সুস্থ সমাজে গ্রহন যোগ্য নয়। আমার এমন কিছু গায়ে জড়াবো ,যা আমাদের সম্মান অটুট রাখে।পশুদের জন্য পোশাক দেয়া হয়নি,তাদের সমাজ-সংস্কৃতি নেই।পাশ্চাত্য সমাজে এমন কিছু নোংরা পোশাক প্রচলিত আছে,যা তাদের জন্য মানায়।আমরা যদি ঐদিকে নজর দেই,তাহলে এটা হবে একদম বেমানান।কারন,তাদের এমন গড়ন আছে যা তাদেরকে ভালো দেখায়।আজকাল আমাদের কিছু নারী তাদের পোশাক পরতে চেষ্টা করেন,কিন্তু দুখজনক হলেও সত্য দেখতে এতো বিশ্রী দেখায় কল্পনাও করতে পারবেন না।নিজের দেশের সংস্কৃতি আপনি যদি ধরে রাখেন,তাহলে এটাই ভালো।সোজা পথ ধরলাম বিনদনে-এবার আপনি যদি বলিউডকে দেখেন,ওরা গল্প ধর্মী ফিল্ম থেকে অনেক দূর চলে গেছেন,সব কিছু খুলে দেখানোর প্রতিযোগিতায় মত্ত।কারন উনারা হলিউড থেকে শিখছেন, কিন্তু হলিউড তাদের মভিতে এখনো মান ধরে রেখেছে।একটু ভেবে দেখুনতো,আমরা যদি আমাদের সংস্কৃতিকে ধারাবাহিক ভাবে লালন করতাম,তাহলে আজ অনেক এগিয়ে যাবার পথ খুলে যেতো।সুতরাং একটাই আবেদন সবার কাছে,আমাদের সংস্কৃতি অমূল্য।ধরে রাখতে হবে আজীবন,আর ইসলামই আমাদের আধুনিক সংস্কৃতির একমাত্র উৎস।
বিষয়: বিবিধ
১১৭৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন