তিন এক গুণে তিন সত্য×সুন্দর×সমতা =লেখক

লিখেছেন লিখেছেন মোহাম্মাদ হেইচ রাহমান ২৯ মার্চ, ২০১৩, ০৪:৩৯:০৯ বিকাল

কালির অনেক গুণ। কলম অনেক মূল্যবান।আর যারা কিছু লেখেন তাঁরা হলেন লেখক। সাহিত্য সুন্দর অমিয়।

আজ থেকে বারো বছর আগে একটি কিশোর কন্ঠে প্রচ্ছদ রচনা লেখার মাধ্যমে এ লেখনীর যাত্রা শুরু করেছিলাম।অনেকদিন পর আবার লিখতে বসলাম,এই প্রজন্মের ব্লগার।অনেক লেখক আছেন লিখতে গেলে শব্দের প্রতি অবহেলা করে এমন কিছু শব্দ লিখেন,যা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কুরুচিকর।সুতরাং আমার একান্ত পরামর্শ,যা লিখবেন-তা যেন আগামীর জন্য সঠিক এবং দিকনির্দেশনাপূর্ণ হয়।

সত্য লিখবেন, তা যদি কারও কাছে কষ্টের হয়,কাউকে আপনার শত্রু করে দেয়।মনে রাখবেন,লেখকরা কোন নির্দিষ্ট সমাজের কিংবা জাতীর নয়,নয় কোন রাজনীতির জন্য। লেখকরা সবার কাছে সমান, ধর্ম আপনার থাকতে পারে,কিন্তু কোন ধর্ম নিয়ে কটূক্তি করবেন না।লেখকরা সুন্দরের পূজারী।লেখকরা সাম্যবাদী।

সত্য

সত্য সমাগত। সত্য সবসময় উদ্ভাসিত। সত্য ছাড়া পৃথিবীতে কিছুই বেঁচে নেই। সত্যের চেয়ে সুন্দর কিছু সাহিত্যে নেই।

সুন্দর

সুন্দরকে সবাই ভালবাসে। মানুষ সুন্দর তার মনে,ব্যবহারে আর কথায়। নারী সুন্দর তার রুপে। প্রকৃতি সুন্দর তার সবুজ শ্যামলীমায়। লেখকের সুন্দরতা তার সত্য লেখনীতে।

সমতা

সমতা অদৃশ্য কিন্তু এর শক্তি প্রচুর। সমতা মানুষকে গুনী করে তুলে। সমতা আনন্দ দেয়,হৃদয়ের বিশালতা বৃদ্ধি করে। সমতা সবসময় সবার জন্য প্রয়োজন। সমতাই সমৃদ্ধি।

বিষয়: সাহিত্য

১২৪১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File