মা আমার

লিখেছেন লিখেছেন মোহাম্মাদ হেইচ রাহমান ২৪ মার্চ, ২০১৩, ০২:৫৭:২১ রাত

সকল সম্পর্কের একটি নাম হয়,সুত্র হয়।কিছু সম্পর্কের উৎস হয়,তুলনা হয়।কিন্তু মা একটি অনন্য নাম।এর উৎস ও উদ্ভাবন এক বিন্দু পানি থেকে সৃষ্টি,যা মহান সৃষ্টিকর্তা বেধে দিয়েছে্ন।সৃষ্টিকর্তা ছাড়া সব বন্ধনের ভাঙ্গন আমরা দেখতে পাই,ধ্বংস ও দেখি,কিন্তু মায়ের সাথে আমাদের সম্পর্কের কোন ছিন্নতা নেই।জীবনের সুখে দুঃখে অনেক আসে যায়,কিন্তু মা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তাঁর সন্তানকে একইভাবে মায়া আর ভালবাসার কঠিন বন্ধনে আবদ্ধ রাখে।আল্লাহ রাব্বুল আলামিন এই মায়ের সম্মান সকল সম্পর্কের উপরে স্থান দিয়েছেন,তাই মায়ের পদতলে জান্নাত।সুতরাং সকল অবস্থায় এই নামটিকে তাঁর যথার্থ মূল্যায়ন করি।পৃথিবীর সকল মাকে আমার সালাম।

বিষয়: বিবিধ

১০৪৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File