পাকিস্তানী মতবাদ কী?
লিখেছেন লিখেছেন শিখা ২৪ মার্চ, ২০১৩, ০২:৩৯:০৯ রাত
আমার গত একটি লেখায় বলেছিলাম যে, যারা আল্লাহর দেয়া বাংলার আলো বাতাস পেয়ে বড় হয়েও পাকিস্তানী মতবাদে বিশ্বাসী এবং আমাদের মুক্তিযুদ্ধ ও ধর্ম নিয়ে কটাক্ষ করে তারা উভয়েই বেঈমান। কেউ কেউ প্রশ্ন করেছেন যে, পাকিস্তানী মতবাদ বলে কিছু আছে কিনা। আমরা যদি একাত্তরে ফিরে যায় তাহলে দেখব যে, মুক্তিযোদ্ধাদেরকে পশ্চিম পাকিস্তানীরা বলত- ভারতীয় দালাল বা Indian Agent.অনেকেই মনে করে থাকেন যে, একাত্তরে জামায়াতে ইসলামী ভারতীয় আগ্রাসন প্রতিহত করতেই জনগণকে সংগঠিত করেছিল। কিন্তু আমরা দেখি যে, একাত্তরে ভারত নয় বরং পশ্চিম পাকিস্তানই তার দেশেরই একটি অংশের মানুষদের উপর আগ্রাসন চালিয়েছিল। বাংলার জনগণ পাকিস্তানী আগ্রাসন হতে মুক্তি পাবার জন্যই ভারতের সাহায্য কামনা করেছিল। পাকিস্তান ভাঙার পিছনে যতটা না ভারতের ভূমিকা ছিল তার থেকে বেশি ভূমিকা রেখেছিল পশ্চিম পাকিস্তানের ক্ষমতা লিপ্সা এবং বাংলার মানুষকে চিরোকাল দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করে রাখার মনোভাব। এর প্রমাণ আমরা পাই বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা না করার পশ্চিম পাকিস্তানের আগ্রাসী মনোভাবে। এর পরে যুক্তফ্রন্ট সরকারকে হটিয়ে গভর্ণরের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে। আমার একটি প্রশ্ন হলো ১৯৭০ এর নির্বাচনে বাংঙালীরা নিরঙ্কুশ সংখ্যাগোরিষ্ঠতা লাভ করার পর পশ্চিম পাকিস্তানীরা যদি নিয়মানুযায়ী ক্ষমতা হস্তান্তর করত তাহলে কি বাংলার জনগণ স্বাধীনতার জন্য লড়াই করত?? আর ভারত কি পাকিস্তান ভাঙার কোনো সুযোগ পেত? তাহলে আমরা মুক্তিযোদ্ধাদেরকে বা মুক্তিযুদ্ধের শক্তিকে ভারতীয় দালাল কীভাবে বলতে পারি?আমাদের অনেকেই পাকিস্তান ভাঙার পিছনে ভারতকে দায়ী করি কিন্তু পাকিস্তানী দু:শাসনের কথা স্বীকার করতে চাইনা। সমস্যাটা মনে হয় এখানেই। আমার মনে হয় একাত্তরে জামায়াতে ইসলামী পাশ্চিম পাকিস্তানী আগ্রাসী শক্তিকে সমর্থন দিয়ে বড়ধরনের রাজনৈতিক ভুল করেছিল এবং পাকিস্তানের সংখ্যাগোরিষ্ঠ বাঙালি জাতির মনোভাব বা সঠিক অবস্থা অনুধাবনে ব্যর্থ হয়েছিল। ভারত সাহায্য না করলে হয়ত আমাদের স্বাধীনতা আরো দীর্ঘায়িত হতো কিন্ত একদিন না একদিন আমরা স্বাধীন হতামই। কারণ, একটি জাতিকে দীর্ঘদিন শৃঙ্খলে আবদ্ধ রাখা যায়না। এখনো বাংলার অনেকেই পাকিস্তানী মতোবাদে বিশ্বাসী একারণেই বলেছি যে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি ক্ষমতায় আসলে বা তারা কোনো আন্দোলন করলেই অনেকেই তাকে ভারতীয় দালালী বলেই মনে করেন। এই যে ভারতবিদ্বেষী মনোভাব, এটাক্ই আমার কাছে মনে হয় পাকিস্তনী মতবাদ। তবে হ্যা, স্বাধীনতার পর ভারত আমাদেরকে অনেক দিক দিয়েই শোষণ করেছে। ফারাক্কায় বাধ দিয়েছে, সীমান্তে মানুষ হত্যা করছে এগুলোর প্রতিবাদ আমাদেরকে অবশ্যই করতে হবে।আবার বর্তমান বিশ্বপ্রেক্ষাপটও আমাদের মাথায় রাখতে হবে।
বিষয়: বিবিধ
১৩৫৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন