জনসংখ্যার বিস্ফোরণ প্রতিরোধে আযল প্রথার প্রয়োগ প্রসঙ্গে

লিখেছেন লিখেছেন শিখা ০৮ অক্টোবর, ২০১৩, ০৮:২৩:১১ রাত

বাংলাদেশের জনসংখ্যার বিস্ফোরণ দেশের জন্য মারাত্মক পরিস্তিতির সৃষ্টি করছে এ কথা অস্বীকার করার কোনো উপায় নেই। ক্ষুধার ভয়ে গর্ভপাত ইসলামে নিষেদ্ধ হলেও মহানবী স আযল প্রথা সম্ভবত বৈধ করেছেন। তাঁর সময় জন্ম নিরোধের প্রাকৃতিক ব্যস্থা ছাড়া অন্য কোনো উপায় ছিলনা। আমার মনে হয় আযল প্রথার মূল মর্ম হলো জনসংখ্যা নিয়ন্ত্রণ। এটা জন্ম নিরোধক ব্যবস্থা গ্রহনের অনুমোদন দেয় কি-না, কিয়াসের মাধ্যমে এটা বৈধ করা যায় কি-না? টুডে ব্লগে ইসলামী আইনে কোনো বিদগ্ধ পণ্ডিত থাকলে এ বিষয়ে মতামত জানাতে অনুরোধ রইল।

বিষয়: বিবিধ

১৫৯১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File