ব্লাহ্ ব্লাহ্ ব্লাহ্
লিখেছেন লিখেছেন সাদাসিধে ঝুলিওয়ালা ০৮ অক্টোবর, ২০১৩, ০৮:০৮:১৯ রাত
১.
আমাদের গ্রামের বাড়ির পাশের বাড়িতে ফাতই বিবি নামের এক মহিলা থাকতেন। তার এক মেয়ে, নাম শহরবান। শহরবানের এক মেয়ে, নাম স্বপ্না। স্বপ্নার ছোট্ট দুই মেয়ে, নাম লাকী এবং সাকী।
প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই শুনতাম ফাতই বিবি এবং শহরবান ঝগড়া করছে। স্বপ্না মাঝে মাঝে দু একটা কিছু বলতো। সারা দিন ওরা ঝগড়া করতো। সন্ধ্যার একটু পরে ওরা থামতো। হয়তো ঘুমিয়ে পড়তো। কয়েক বছর পর, তখন আমি ক্লাস এইট অথবা নাইনে পড়ি, ফাতই বিবি মারা গেলো। এদিকে স্বপ্নার বিয়ে হয়ে দুটি বাচ্চা হবার পর স্বামীর সাথে ঝগড়া করে চলে এলো। এখন শুরু হলো শহরবান বনাম স্বপ্নার ঝগড়া। আজ অবধি এমনই চলছে। ওদিকে স্বপ্নার মেয়ে দুটোও বড় হচ্ছে। এ এক আজিব সিলসিলা।
২.
আজকাল টেলিভিশন খুললেই দেখা যায় আমাদের দুই প্রধান নেত্রী একজন আরেকজনের গোষ্ঠী উদ্ধার করছেন।
# সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু উনাকে বিশ্বাস করা যায় না।
# এরা ডাকাতের দল।
# ওরা চোরের দল।
# টাকা দিয়ে ডিগ্রী কেনা যায়, সম্মান নয়।
# আন্ডার মেট্রিক দিয়ে আর কতদিন?
# বিদেশী ব্র্যান্ড আর কতদিন?
# উনি নিজের স্বামীকেই শান্তি দিতে পারেন নি। জনগণকে আর কি দেবেন?
# উনার স্বামী মারা যাওয়ার পর উনি কাঁদেন নি।
# আমার চুলও ছিঁড়তে পারবেন না।
# বাতাসেই সব চুল উড়ে যাবে।
# বাতাসে নকল চুল উড়ে যায়, আসল নয়।
# উনি সন্ত্রাসের মা।
# উনি ভারতের দাসী।
# উনি অমুকের কোলে বসেন।
# কার কোলে কে বসে তা আমাদের জানা আছে।
# ব্লাহ্ ব্লাহ্ ব্লাহ্
এসব হচ্ছে আমাদের দুই নেত্রীর অফিসিয়াল ল্যাংগুয়েজ। এ যেন আমাদের ফাতই বিবির পারিবারিক সিলসিলার জলন্ত ফটোকপি। তবে অদূর ভবিষ্যতে ছোট্ট একটি পরিবর্তন আসবে বলে আমার ধারণা। শুধু স্ত্রী লিঙ্গের জায়গাটা দখল করবে পুংলিঙ্গ, অফিসিয়ালি।
৩.
হে আল্লাহ্, এই দুই বেডিরে এহনই উঢায়া নেও।
নইলে,
এই দুই বেডিরে এহনই উঢায়া নেও।
নো মোর অপশন্স এভেইলেবল। আমারে একটু শান্তিতে নিউজ দেখতে দাও।
বিষয়: বিবিধ
১০৪৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন