কখন ফিরে আসবে সাহানা

লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ৩০ এপ্রিল, ২০১৩, ০১:১০:২৯ রাত

সাহানা বলেছিল-সন্ধ্যার আগেই ফিরে আসবে,

সন্ধ্যা-রাত পেরিয়ে সকাল-দুপুর,চারদিন গড়িয়েছে

সাহানা ফিরে আসেনি।

চারমাসের শিশুকণ্যা মিলুর মুখ স্তনের বোঁটা থেকে

সরিয়ে বুকে জড়িয়ে আদর করে বলেছিল-

সন্ধ্যার আগেই ফিরে আসবো।

জীবিকার সন্ধানে ঢাকায় ছুটে আসা ভেন চালক

জমির উদ্দিনের প্রতীক্ষার প্রহর শেষ হতে চাইছে না

কখন ফিরে আসবে সাহানা; তৃষনার্ত মিলুর

শুকনো মুখে তুলে দেবে দুগ্ধভর্তি স্তনের বোঁটা ;

শুষ্ক কণ্ঠে ক্রন্দনরত মিলুর অশ্রুসিক্ত চোখের

অপলক দৃষ্টি থমকে গেছে দরজার খিলে।

রানা প্লাজা থেকে বস্তি আর কতদূর

মিনিট দশেকের পথ ।

সন্ধ্যা-রাত পেরিয়ে;সকাল-দুপুর,চারদিন গড়িয়েছে

সাহানার পথ বুঝি আর শেষ হবে না?

জমির উদ্দিন কি আজো বের হবে ভেন নিয়ে;

আগুন জ্বলবে না সাহানার চুলায়;

কিংবা তৃষনার্ত মিলুর মুখে কি

আর তুলে দেবে না দুগ্ধ ভর্তি স্তনের বোঁটা।

বিষয়: বিবিধ

১৫৬৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File