কত সাভার? কত মৃত্যুকূপ ?
লিখেছেন লিখেছেন থার্ড পারসন ৩০ এপ্রিল, ২০১৩, ১২:৫৭:১৩ রাত
দূর্ঘটনা ঘটে গেলে আমরা স্তম্ভিত হয়ে যাই। যাই বাকরুদ্ধ হয়ে। নেতানেত্রীরা ছুটে যায় লাশ দেখতে, নগদ টাকা দিয়ে কিছুটা রাজনীতি করতে। সবাই কেবল রাজনীতি করতে যায় আমি তা বলবোনা। তবে রাজনীতিকরা লাশ নিয়েও যে রাজনীতি করে তা জানার কথা সবারই। কিন্তু সাবধান হওয়ায় কোন লক্ষণ দেখা যাচ্ছে কি?
রানা প্লাজার মত আরো কত প্লাজা তৈরী করে রেখেছে কত যে মৃত্যুকূপ তা কে জানে? আরো সাভার সৃষ্টি হতে পারে আরো কত ভয়ানক ভাবে!
কিন্তু আমাদের প্রশাসন, সরকার, রাজনীতিবিদরা যদি এখনই ব্যবস্থা না নেই তাহলে কি লাভ এই শোক মিছিলের,এই সংক্ষুব্ধ হরতালের,এই রানা গ্রেফতারের! না, কোন লাভ নে্ই। তোমাদের কাছে জীবনের চাইতে তোমাদের ক্ষমতাই অনেক বড়। ক্ষমতার মত্ততার জন্য তোমরা মানুষকে নির্বিচার গুলি করে ও মৃত্যুকূপেও ঠেলে দিতে কোন দ্বিধা করনা।
যদি নূ্ন্যতম দেশ প্রেম থাকে তাহলে কালক্ষেপন না করে আগামী এক মাসের মধ্যেই অভিজ্ঞ প্রকৌশলী দ্বারা সকল বহুতল ভবন পরীক্ষা নিরীক্ষা করে ঝুঁকিপূর্ণ সকল ভবন উচ্ছেদ করে মানুষকে বাঁচাও। জীবনের চাইতে পদ্নাসেতুর মূল্য কি বেশী?
বিষয়: বিবিধ
১১০৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন