কিছু একটা লেখা দরকার
লিখেছেন লিখেছেন Anwarulhaque67 ২৭ জুন, ২০১৪, ১১:০৩:১৫ রাত
অনেক সুদক্ষ ব্লগার সুন্দর সুন্দর কথা ব্লগে উপহার দিচ্ছেন। তাঁদের জ্ঞানগর্ভ লেখা থেকে রুহানী শক্তি অর্জন করছি।তাঁদের লেখা দেখে উদ্বুদ্ধ হয়ে মনটা লকপক করছে কিছু একটা লেখার জন্য। জ্ঞান বিজ্ঞানের নানান দিক নিয়ে, সমসাময়িক অনেক বিষয় নিয়ে বিজ্ঞ ব্লগারগণ জ্ঞান বিতরন করছেন। তাঁদের লেখা অন্ধকারাচ্ছন্ন ঘুনেধরা সমাজের বেখেয়াল ঘুমন্ত বিবেকগুলোকে জাগিয়ে তুলুক সেটাই কামনা।
বিষয়: বিবিধ
১৩৬৫ বার পঠিত, ১৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অন্নেক ধন্যবাদ।
এগিয়ে চলুন!
মন্তব্য করতে লগইন করুন