ছাড়তেও মন চায় না, ইনার্জীতেও কুলায় না।
লিখেছেন লিখেছেন Anwarulhaque67 ২৮ জুলাই, ২০১৩, ০৩:৩৭:০৯ দুপুর
বিডি ব্লগে লগ ইন করলেই সুন্দর সুন্দর লেখা দেখে চোখ জুড়িয়ে যায়।বিভিন্ন লেখক নানান রঙ্গের নানান স্বাদের লেখা নিয়ে হাজির হন। সবগুলো লেখাই গুরুত্বপূর্ণ।কিন্ত্ত অতগুলো লেখা পড়ার মত সময় ও ইনার্জি কোনটায় থাকে না। অথচ ছাড়তেও ইচ্ছা করে না।তবুও কিছু ছাড়তে হয় কিছু পড়তে হয়। আর মন্তব্য লিখতে গেলে তো অনেক সময়ের প্রয়োজন হয়। মাঝে মাঝে কিছু আবর্জনাও ভেসে আসে। ওগুলোতে আমাদের দ্বীনি ভায়েরা আবার সুন্দর সুন্দর মন্তব্য লিখে লিখাটাকে জাতে আনার চেষ্টা করেন।যাহোক আমি সকল লেখককে আমার আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি।আর রইল পবিত্র ঈদুল ফিতরের অগ্রীম শুভেচ্ছা "ঈদ মোবারক"।
বিষয়: বিবিধ
১৪০৫ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন