একটু ভাবুনঃ একজন মুসলমান হিসেবে আপনার আদর্শ কী হওয়া উচিত?

লিখেছেন লিখেছেন Anwarulhaque67 ৩১ জুলাই, ২০১৩, ১০:৪৯:৫১ সকাল

বাংলাদেশের মানুষ আজ নানান দলে, নানান মতে,নানান পথে, নানান রকম আদর্শে বিভক্ত। অথচ সবাই নিজেদেরকে মুসলমান হিসেবে দাবী করেন।ব্যক্তিগত জীবনে অনেকেই খুব ধার্মিক। নামাজ রোজায় কোন ঘাটতি নেই। অথচ যে দল করেন সেই দল ইসলামকে রাজনৈতিক, অর্থনৈতিক ময়দান থেকে নির্বাসন দিয়েছে। রাজনৈতিক ক্ষেত্রে কেউ শেখ মুজিবুর রহমানের আদর্শে, কেউ জিয়াউর রহমানের, কেউ এরশাদের আদর্শে বিশ্বাসী। কেউবা আবার অন্য কোন তন্ত্রমন্ত্রে বিশ্বাসী। তারা সবাই নিজ নিজ বিশ্বাস অনুযায়ী কেউ শেখ মুজিবুর রহমানের, কেউ জিয়াউর রহমানের কেউবা অন্য কারো আদর্শ বাস্তবায়ন করার জন্য আন্দোলন সংগ্রাম করে যাচ্ছেন। একটু ভাবুন, একজন মুসলমানের আদর্শ হচ্ছে ইসলাম। মুসলমান কি ইসলাম ছাড়া অন্য কোন আদর্শ বাস্তবায়নের জন্য আন্দোলন সংগ্রাম করতে পারেন? প্রকৃতপক্ষে রাসূলুল্লাহ সাঃ এর নির্দেশনা মুতাবিক নিজেকে আল্লাহর নিকট সঁপে দেওয়া এবং পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করার নামই ইসলাম। যে আত্মসমর্পণ করে তাকে বলে মুসলিম।ইসলাম গ্রহণ করার পর কোন ব্যক্তির ইসলাম পরিপন্হী নিজস্ব খেয়ালখুশি এবং ধ্যান ধারণার অনুসরণের কোন সুযোগ থাকে না।সে তো আল্লাহর গোলাম। তার হায়াত মওত জীবন মরণ সব কিছুই আল্লাহর উদ্দেশ্যে নিবেদিত।আল কুরআনে ইরশাদ হয়েছেঃ আল্লাহ ও তার রাসূল কোন বিষয়ে নির্দেশ দিলে কোন মুমিন পুরুষ কিংবা মুমিন নারীর সে বিষয়ে ভিন্ন সিদ্ধান্তের অধিকার থাকবে না।কেউ আল্লাহ ও তাঁর রাসূলকে অমান্য করলে সে তো স্পষ্টই পথভ্রষ্ট হবে। (আল আহযাবঃ৩৬) ধর্মকে ব্যক্তি জীবনে সীমাবদ্ধ এবং সমাজ ও রাষ্ট্রীয় জীবন থেকে বিচ্ছিন্ন করে যে সংকীর্ণ অর্থে গ্রহণ করা হয় সে অর্থে ইসলাম কোন ধর্মের নাম নয়।ইসলাম আল্লাহর মনোনীত পূর্ণাঙ্গ জীবন বিধান।মানুষের ঈমান আকিদা থেকে শুরু করে ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও আন্তর্জাতিক জীবনের মূলনীতিসমূহ ইসলামে এমনভাবে ব্যাখ্যা করা হয়েছে যা প্রকৃতপক্ষেই পরিপূর্ণ এবং অতুলনীয়।কেউ যখন ইসলামকে বাদ দিয়ে অন্য কোন রাজনৈতিক মতাদর্শ বাস্তবায়নের জন্য আন্দোলন করে তখন তার অর্থ এটাই হয় যে সে ইসলামকে পূর্ণাঙ্গ জীবন বিধান হিসেবে বিশ্বাস করে না। সেক্ষেত্রে তো সে কোরআনের রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক বিষয় সংক্রান্ত আয়াতগুলোকেই অস্বীকার করছে? আমি একদিকে নামাজ রোজা জিকির আযকার নিয়ে মশগুল আছি অন্যদিকে কুরআনের অনেক আয়াতকে অস্বীকার করছি। কি ভয়াবহ অবস্হা! আল্লাহর রাসূল (সঃ) ও সাহাবায়ে কিরাম (রা) কি ইসলামকে ব্যক্তি জীবনে সীমাবদ্ধ রেখে অন্য কোন আদর্শে রাষ্ট্র ও সমাজ পরিচালনা করেছিলেন? আপনি আমি যদি সত্যিকার অর্থে রাসূল (সঃ) এর উম্মাত হয়ে থাকি তাহলে কোনভাবেই ইসলামী আদর্শ ছাড়া অন্য কোন আদর্শ বাস্তবায়নের জন্য দল করতে পারি না। আশা করি যারা মুসলমান হয়েও অন্যকোন আদর্শের পিছনে ছুটছেন তারা বিষয়টি অনুধাবন করবেন।

বিষয়: বিবিধ

১৯১৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File