ব্লগে লেখকবৃন্দের পরিচিতি অনুষ্ঠান হওয়া দরকার
লিখেছেন লিখেছেন Anwarulhaque67 ১০ জুলাই, ২০১৪, ১০:১৯:১১ সকাল
ব্লগে অনেক বিজ্ঞ, অভিজ্ঞ, যোগ্য লেখকবৃন্দ সুন্দর সুন্দর লেখা উপহার দিচ্ছেন। কারো কারো লেখা খুবই তথ্যবহুল আকর্ষণীয় উন্নতমানের। তাঁদের লিখনীতে তথ্য ছাড়াও উন্নতমানের ভাষা শিক্ষার উপকরন রয়েছে। তাঁদের লেখা থেকে অনেক জ্ঞান আহরণ করা সম্ভব হলেও তাঁদের ব্যক্তিগত পরিচিতি না থাকার কারণে মনের তৃপ্তি মিটছে না। কেউ কেউ ইতিমধ্যেই ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে নিজেদের পরিচিতি তুলে ধরেছেন। এটাকে কেউ কেউ নিজের ঢোল পিটানো বলে মনে করছেন। কেউবা আবার বিষয়টাকে পজিটিভ ভাবছেন।সম্মানিত লেখকবৃন্দ বিশেষ করে যাঁরা নিয়মিত লিখছেন সর্বোচ্চ মন্তব্যকারীদের তালিকায় যাঁদের নাম থাকছে তাঁদের নিকট আমার অনুরোধ দয়া করে আপনাদের ব্যক্তিগত পরিচিতি সম্পকিঁত লেখা পোষ্ট করুন। আমার আশংকা ঐ সব যোগ্যতাসম্পন্ন লেখকগণ হয়ত আমার লেখাটি পড়ে অযথা সময় নষ্ট করবেন না।
বিষয়: বিবিধ
১২৯২ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
প্রথমেই আমাকে হট সিটে বসানো হোক...
মন্তব্য করতে লগইন করুন