ইফতার পলিটিক্স !

লিখেছেন লিখেছেন Anwarulhaque67 ০৭ জুলাই, ২০১৪, ০১:৪৭:৪৭ দুপুর

আজ সকালে এটিএন নিউজ টিভি চ্যানেলে একটা অনুষ্ঠানের পূণঃপ্রচার শুনছিলাম। মুন্নি সাহার উপস্হাপনায় 'ইফতার পলিটিক্স' শিরোনামে ব্যারিষ্টার রফিক উল হক, বঙ্গবীর কাদের সিদ্দিকী, বিশিষ্ট কলামিষ্ট কলিমুদ্দীন সাহেবসহ কয়েকজনবিশিষ্ট ব্যক্তিবর্গ আলোচনায় অংশ নেন।আলোচনাতে বিভিন্ন দল বিশেষ করে আওয়ামীলীগ, বিএনপি , জামায়াত, জাতীয় পাটিসহ অন্যান্য দলের ইফতার পাটির নামে রাজনৈতিক ফায়দা হাসিলের কড়া সমালোচনা করা হয়।বিশেষ করে জামায়াত যারা বেশী বেশী ইসলামের কথা বলে তারা কেন ইফতারের মত একটা পবিত্র ধর্মীয় অনুষ্ঠানকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করবে? দুঃখের বিষয় বর্তমান মিডিয়াগুলো প্রত্যেকটা বিষয়ের সাথে জামায়াতকে জড়িত করে উলটা পালটা ব্যাখ্যা দেয় কিন্ত্ত প্রকৃত বিষয়টা জানার জন্য জামায়াতের কোন প্রতিনিধি তারা টক শোতে রাখে না। এটা জামায়াতের প্রতি বর্তমান মিডিয়াগুলোর সবচেয়ে বড় অবিচার। অন্যান্য দল ও জামায়াতের ইফতার পাটির মধ্যে বিশাল পার্থক্য রয়েছে। অন্যান্য দলগুলো ইসলামকে পরিপূর্ণ জীবন বিধান বলে বিশ্বাস করে না। তারা ইসলামকে নিছক একটা ধর্ম বলে মনে করে যা একান্ত মানুষের ব্যক্তিগত ব্যাপার। ধর্ম আলাদা , রাজনীতি আলাদা।তাই অন্যান্য দলের কর্মসূচীতে ইসলামী সমাজ কায়েমের কোন কথা থাকে না। তারা ইফতার পাটিকে রাজনৈতিক ফায়দা হাসিলের মাধ্যম হিসেবে ব্যবহার করে। অন্য কথায় তারা ধর্ম নিয়ে ব্যবসা করে। অন্য দিকে জামায়াত ইসলামকে পরিপূর্ণ জীবন বিধান হিসেবে গ্রহণ করে ইসলামী সমাজ ব্যবস্হা কায়েম করার জন্য আন্দোলন চালিয়ে যাচ্ছে। কাজেই ইফতার মাহফিল জামায়াতের কর্মসূচীর একটা অবিচ্ছেদ্য অংশ। তাই জামায়াত ইফতার পলিটিক্স করে না, ইসলামী রাজনীতি করে।

বিষয়: বিবিধ

১২০৮ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

242575
০৭ জুলাই ২০১৪ বিকাল ০৫:১৬
মনসুর আহামেদ লিখেছেন : একমত। ভালো লাগলো।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File