আর তার চেয়ে অধিক যালেম কে, যে আল্লাহ সম্পর্কে বানানো কথা বলে বেড়ায় অথবা তাঁর নিদর্শনাবলীকে অস্বীকার করে? এটা নিশ্চিত যে, যালেমরা সফলকাম হবে না।সূরা আল আনআমঃআয়াত নং২১
লিখেছেন লিখেছেন Anwarulhaque67 ০৫ আগস্ট, ২০১৩, ০২:৩৩:৪৫ দুপুর
এই আয়াতে যালেমের পরিচয় তুলে ধরা হয়েছে। যারা আল্লাহ সম্পর্কে বানানো কথা বলে বেড়ায় কিংবা আল্লাহর নিদর্শনাবলীকে অস্বীকার করে তাদেরকে সবচেয়ে বড় যালেম হিসেবে আখ্যায়িত করা হয়েছে।আল্লাহ সম্পর্কে মিথ্যা ও বানোয়াট কথা বলার ধরণ হলো প্রভূত্বের ব্যাপারে কাউকে আল্লাহর সাথে শরীক মনে করা এবং কারো মধ্যে আল্লাহর সার্বভৌম, কর্তৃত্ব ও গুণাবলী আছে বলে মনে করা।মানুষের নিজস্ব সত্তা, বিশ্ব জগতের প্রতিটি পরতে পরতে ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য প্রমাণ এবং নবী রাসূলগণের চরিত্রে ও কার্যাবলীর মাধ্যমে প্রকাশিত আল্লাহর অস্তিত্ব একত্বের প্রমাণাদিকেই এখানে নিদর্শন হিসেবে উল্লেখ করা হয়েছে।এসব নিদর্শন নিঃসন্দেহে প্রমাণ করে যে, এ জগতের স্রষ্টা অবশ্যই আছেন এবং তিনি এক ও অদ্বিতীয়। এসব নিদর্শন দেখার পরও যারা শুধুমাত্র আন্দাজ অনুমানের উপর নির্ভর করে আল্লাহর সাথে শরীক করে তার চেয়ে বড় যালেম আর কেউ হতে পারে না।এসব যালেমদের পরিনতি বলা হয়েছে, তারা কখনো সফলকাম হবে না।
বিষয়: বিবিধ
১৮৯৪ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন