মন্ত্রীর মিথ্যাচার!!! অবাক হচ্ছেন!!! কিন্তু আমি অবাক হই নি!!! কারণ...??? ===========================
লিখেছেন লিখেছেন বিলমারুফ ২৭ জুন, ২০১৪, ১১:৫৫:২২ রাত
মন্ত্রীর মিথ্যাচার!!! অবাক হচ্ছেন!!!
যখন দেশের প্রতিটি পাবলিক পরীক্ষা, বিশেষ করে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রতিবছর প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেই চলেছে। ইন্টারনেট, ফেইসবুক, টুইটার, লাইব্রেরী এমনকি রাস্তাঘাটেও পাওয়া যাচ্ছে প্রশ্নপত্র। যার ফলে প্রায়ই শুনা যায় পরীক্ষা স্থগিতের খবর। তারপরও কিনা আমার দেশের শিক্ষামন্ত্রী মহান জাতীয় সংসদের মত পবিত্র জায়গায় দাড়িয়ে বলে, ''গত পাঁচ বছরে প্রশ্নপত্র ফাঁস হয়নি''। অবাক হচ্ছেন!!! একজন মন্ত্রী হয়েও কেমনে এত নির্লজ্জ মিথ্যা কথা বলতে পারে।
কিন্তু আমি অবাক হই নি!!! কারণ....?
আওয়ামীলীগ হচ্ছে আপাদমস্তক একটা মিথ্যুকদের প্রজননকেন্দ্র। এরা প্রকাশ্য দিবালোকে জ্বলজ্যান্ত মিথ্যা কথা বলে বেড়ায়। এদের লাজ লজ্জা বলতে কিছু নেই। এদের মিথ্যাকে শুধু মিথ্যা বললে ভুল হবে, এটাকে বলা চলে লাজ লজ্জাহীন উলঙ্গপনা। আর আমরা হলাম এমনি এক দূর্ভাগা জাতি যে, আমাদের ঘাড়েঁ কতগুলো নির্লজ্জ বেহায়া মিথ্যাবাদী মন্ত্রী সওয়ার হয়ে আছে আর এই মন্ত্রীদের দ্বারা আমরা পরিচালিত হচ্ছি। আর এই নির্লজ্জ বেহায়া মিথ্যাবাদী মন্ত্রীদের গড মাদার হলেন স্বয়ং আমাগো দেশের প্রধান মন্ত্রী শেখ হাসিনা। যিনি কিনা দিনে হাজারটা মিথ্যা কথা না বললে রাতে শান্তিতে ঘুমাতে পারেন না। বাকশালের স্বপ্নদ্রষ্ঠা বাবা শেখ মুজিবের খুনের প্রতিশোধের নেশায় সাধারণ মানুষদেরকে আগুনে পুড়িয়ে, শামীম ওসমান, জয়নাল হাজারী, নিজাম হাজারী কিংবা তাহের বাহিনী দিয়ে অপহরণ, গুম, খুন না করাতে পারলে যার মুখে তিন বেলা খাবার ওঠে না। আর তাদের দলে নতুন করে গড ফাদার হিসেবে নাম লিখিয়েছেন আমাগো দেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদ। আর তার অভিষেক হয়েছে যেন তেন যায়গায় নয়! জাতিসংঘের সদর দফতরে, তাও আবার জাতিসংঘের মহাসচিব বান কি মুনের সামনে। দেশের 95% জনগণ যে নির্বাচনে অংশ গ্রহন করে নি, বরং ঘৃণা ভরে প্রত্যাখান করেছে, দেশে যখন সাধারণ মানুষের জান মালের নিরাপত্তা নেই, অপহরণ, গুম, খুনসহ এমন কোন অপরাধ নেই যা নিত্য নৈমিত্ত ঘটছে না, তথাপি তিনি জাতিসংঘের মহাসচিব বান কি মুনকে বললেন, জনগণ নির্বাচনে অংশগ্রহণ করেছে এবং আওয়ামী সরকারকে মেনে নিয়েছে, সাধারণ মানুষ সুখে শান্তিতে জীবন যাপন করছে। এর চেয়ে নির্লজ্জ মিথ্যাচার আর নির্মম পরিহাস বাংলার মানুষের সাথে আর কি হতে পারে!!!
এদের মিথ্যা বলার competition দেখে মনে হয় মিথ্যা কথা বলে যদি গিনেস বুকে নাম লেখানো যেত, তাহলে বিশ্বের শ্রেষ্ঠ মিথ্যাবাদির রেকর্ড টি আমাগো দেশের প্রধান মন্ত্রী, রাষ্ট্রপতি কিংবা অন্য কোন মন্ত্রীর ভাগ্যে জুটত।
বিষয়: রাজনীতি
১৩৯৭ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আওয়ামী লীগকে ২০০৮ এ কারা এনেছিল ৮৭% ভোট দিয়ে ? এদের দিয়ে দেওয়া ব্রুট মেজরিটিই তো তারা কাজে লাগিয়ে আজ ৫% ভোট হয়েও ক্ষমতায় ।
বাংলাদেশের মানুষ আপাদমস্তক মিথ্যেবাদী - এরা মিথ্যা বলতে পছন্দ করে , পছন্দ করে শুনতে এবং মিথ্যেবাদীকে ভালবাসে ।
You get the government you deserve
মন্তব্য করতে লগইন করুন